সিনেমায় অভিনয় শুরু করেন কন্নড় ইন্ডাস্ট্রি থেকেই। অথচ সে কন্নড় সিনেমাতেই এবার নিষিদ্ধ হলেন ভারতীয় অভিনেত্রী রাশমিকা মান্দানা। সামাজিক যোগাযোগমাধ্যমে এমন গুঞ্জন ছড়িয়ে পড়লে নীরবতা ভেঙে এবার সে বিষয়ে সম্প্রতি সংবাদমাধ্যমে মুখ খুলেছেন অভিনেত্রী।
ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজারের প্রতিবেদন থেকে জানা যায়, কন্নড় ছাড়াও হিন্দি, তেলুগু এবং তামিল সিনেমায় কাজ করছেন রাশমিকা।
বর্তমানে বলিউডে কাজের পরিধি বেড়ে যাওয়ায় দীর্ঘ সময় ধরেই কন্নড় সিনেমাতে দেখা যাচ্ছে না রাশমিকাকে। এ কারণেই গুঞ্জন ছড়িয়ে পড়ে কন্নড় সিনেমায় নিষিদ্ধ হয়েছেন অভিনেত্রী। এ প্রসঙ্গে রাশমিকার কাছে কিছু জানতে চাইলে অভিনেত্রী বলেন,
দেখুন, এখন পর্যন্ত আমাকে কেউ কন্নড় সিনেমা থেকে নিষিদ্ধ করেনি। রাশমিকা আরও বলেন, কিছুদিন আগে কন্নড় সিনেমা ‘কান্তারা: চ্যাপটার ১’মুক্তি পেয়েছে। ব্যস্ততার কারণে সে সিনেমা প্রথম কয়েক দিনে দেখতে পারিনি। তবে পরে সময় করে সিনেমাটি দেখেছি। ভালো লেগেছে। সিনেমার নির্মাতাকে মেসেজ করে জানাই। তারাও মেসেজের উত্তরে ধন্যবাদ জানায়।
এরপরই আফসোস করে অভিনেত্রী বলেন, ব্যক্তিগত মেসেজ ক্যামেরার সামনে আনতে অভ্যস্ত নই। যে কারণে ইন্ডাস্ট্রির ভেতরে কি হচ্ছে সেটা সাধারণ মানুষ জানে না। তাই গুঞ্জনের সৃষ্টি হয়।
প্রসঙ্গত, সম্প্রতি অভিনেতা বিজয় দেবেরাকোন্ডার সঙ্গে গোপনে বাগদান সেরেছেন রাশমিকা মন্দনা। গত ৩ অক্টোবর দুই পরিবারের সদস্যদের উপস্থিতিতে ঘরোয়া আয়োজনে বাগদান সম্পন্ন করেন নতুন এ জুটি। শোনা যাচ্ছে, আগামী বছরের শুরুর দিকে ফেব্রুয়ারিতেই বিয়ের পিঁড়িতে বসবেন এ দুই সেলিব্রেটি।
এবি/টিকে