শাহরুখের DDLJ ম্যাজিকে মুগ্ধ ব্রিটেনের প্রধানমন্ত্রী,

যশরাজ ফিল্মসের সঙ্গে বড় ‘সিনে-চুক্তি’ স্টার্মারের

‘তুঝে দেখা তো ইয়ে জানা সনম…’, শাহরুখ খানের ব্লকবাস্টার সিনেমা ‘দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে’র গানে মুগ্ধ ব্রিটেনের প্রধানমন্ত্রী কিয়ের স্টার্মার। যশরাজ ফিল্মসের স্টুডিওয় এই গান শুনে যে স্টার্মার রীতিমতো শাহরুখ ম্যাজিকে বুঁদ হয়ে রয়েছেন, সেকথা নিজেই স্বীকার করেছেন ব্রিটেন্র প্রধানমন্ত্রী।

উল্লেখ্য, প্রথমবার ভারত সফরে এসেছেন ব্রিটেনের প্রধানমন্ত্রী কিয়ের স্টার্মার। বুধবার সকালের বিমানে মুম্বইয়ে অবতরণ করেছেন। আর মায়ানগরীতে পা রেখেই কড়া পুলিশি নিরাপত্তায় মুড়ে ছুটে গিয়েছেন যশরাজ ফিল্মসের স্টুডিওতে। তাঁকে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন সদ্য জাতীয় পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী তথা যশরাজের বর্তমান কর্ণধার আদিত্য চোপড়াপত্নী রানি মুখোপাধ্যায়। ‘রাজ অতিথি’কে সারপ্রাইজ দেওয়ার জন্য বিশেষ আয়োজনও করা হয়েছিল রানি-আদিত্যর প্রযোজনা সংস্থার তরফে। জানা গেল, নব্বই দশকের ব্লকবাস্টার সিনেমা ‘দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে’র তিন দশক পূর্তি উপলক্ষে যশরাজ স্টুডিওর নিজস্ব থিয়েটারে সেই সিনেমাই দেখানো হয় ব্রিটেনের প্রধানমন্ত্রীকে। এমনকী তাঁকে স্বাগতও জানানো হয় এই সিনেমার গানের মাধ্যমেই। চেটেপুটে ‘বলিউডি স্বাদ’ উপভোগ করার সুযোগ ছাড়েননি স্টার্মারও। প্রযোজনা সংস্থা ঘনিষ্ঠ সূত্রে খবর, স্টুডিওর ‘ফিল্মি অন্দরসজ্জা’ খুঁটিয়ে খুঁটিয়ে পরখ করেছেন ব্রিটেনের প্রধানমন্ত্রী। আর সেটা দেখে নাকি বেশ মুগ্ধ হয়ে প্রশংসাও করেছেন।

বলিউড মাধ্যম সূত্রে খবর, যশরাজ ফিল্মসের কাজে কিয়ের স্টার্মার এতটাই মুগ্ধ হয়েছেন যে, সংশ্লিষ্ট প্রযোজনা সংস্থার সঙ্গে বড়সড় ‘সিনে-চুক্তি’ও সেরে ফেলেছেন তিনি। ব্রিটেনের প্রধানমন্ত্রীর ঘোষণা, যশরাজের পরবর্তী তিনটি সিনেমার শুটিং হবে ব্রিটেনের বিভিন্ন স্থানে। এক্ষেত্রে সেদেশের সিনেইন্ডাস্ট্রির সাহায্যও পাওয়া যাবে। ২০২৬ সাল থেকে শুরু হবে শুটিং। যার ফলে তিন হাজারেরও বেশি কর্মসংস্থান হবে এবং অর্থনীতিও চাঙ্গা হবে। অতঃপর ভারত-ব্রিটেনের কূটনৈতিক সম্পর্ক শক্ত করতে যে যশরাজ ফিল্মস একটি বড় ভূমিকা পালন করছে, তা বলাই বাহুল্য।

গত বছরের জুনে ব্রিটেনের মসনদে বসেন স্টার্মার। ১৪ বছর পর ক্ষমতায় ফেরে লেবার পার্টি। ব্রিটেনের ৬৫০ আসনের হাউস অফ কমন্সে ৪১২ আসনে জিতে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে তারা। ফলাফল স্পষ্ট হওয়ার পর ব্রিটেনের নয়া প্রধানমন্ত্রীকে ফোনে অভিনন্দন জানান মোদি। দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের উন্নতিতে সহমত হন দুই রাষ্ট্রপ্রধান। একই সঙ্গে স্টার্মারকে ভারতে আসার আমন্ত্রণও জানান ভারতের প্রধানমন্ত্রী। এবার সেই আমন্ত্রণে সাড়া দিয়ে এদেশে এলেন স্টার্মার। আর ভারতে পা রেখেই যশরাজ স্টুডিওয় সিনেমা দেখে শাহরুখের ‘ফ্যান’ হয়ে গেলেন ব্রিটেনের প্রধানমন্ত্রী।

ইএ/এসএন

Share this news on:

সর্বশেষ

img
‘প্রতিটি গোলই কোনো না কোনো ভুলের ফল’ Oct 10, 2025
img
ছেলেদের হারের দিনে আমিরাতকে হারাল মেয়েরা Oct 10, 2025
img
আমাদের লক্ষ্য ব্যক্তি নয়, প্রতীক ধানের শীষের বিজয়: হুমায়ুন কবির Oct 10, 2025
img
দায় শুধু আমার নয়, দলেরও আছে : কাবরেরা Oct 10, 2025
img
জাতীয় বিশ্ববিদ্যালয়ে দ্রুততম সময়ে ফলাফল প্রকাশে রেকর্ড Oct 10, 2025
img
চেয়ারম্যানের পদত্যাগের দাবিতে রেড ক্রিসেন্টে কর্মীদের বিক্ষোভ Oct 10, 2025
img
সোমবার বা মঙ্গলবার জিম্মিদের মুক্তি দেয়া হতে পারে: ট্রাম্প Oct 10, 2025
img
আগারগাঁওয়ের ভাইরাল ‘কেক পট্টি’ বন্ধের নির্দেশ Oct 10, 2025
img
চাঁদপুরের সাবেক পৌর মেয়র গ্রেপ্তার Oct 10, 2025
img
আজ মাঠে নামছে ব্রাজিল, শিষ্যদের বিশেষ বার্তা আনচেলত্তির Oct 10, 2025
img
বিষন্ন হামজাকে সান্ত্বনা দিলেন লিটন Oct 10, 2025
img
‘দাড়িপাল্লায় ভোট দিলে নাকি জান্নাত নিশ্চিত’ Oct 09, 2025
img
ধান লাগাই দেমু: হাসনাত আব্দুল্লাহ Oct 09, 2025
গাজামুখী জাহাজ আটক, শহিদুল আলমকে নেয়া হচ্ছে ইসরায়েলে Oct 09, 2025
পিআর পদ্ধতিতে নির্বাচন বাংলার মানুষ জানেও না বুঝেও না Oct 09, 2025
খিলক্ষেত ফুটওভার ব্রিজে জীবন ঝুঁকি! Oct 09, 2025
ক্রেডিট কার্ড নিতে লাগবে না আয়কর রিটার্নের প্রমাণপত্র Oct 09, 2025
img
নোবেল না পেলে যে কোনো কিছু করতে পারেন ট্রাম্প! Oct 09, 2025
img
৫ দাবিতে শুক্রবার সরকারি কর্মচারীদের সংবাদ সম্মেলন Oct 09, 2025
img
মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত সেনা সদস্যদের দ্রুত বিচারের আওতায় আনতে হবে: নাহিদ Oct 09, 2025