প্রকৌশল পেশায় বিএসসি ও ডিপ্লোমাধারীদের পেশাগত দাবিগুলোর যৌক্তিকতা যাচাই ও সুপারিশ দেওয়ার জন্য গঠিত কমিটির মেয়াদ বাড়ানো হয়েছে। এ কমিটি আগামী ৩০ নভেম্বর পর্যন্ত কাজ চালিয়ে যেতে পারবে।
এ বিষয়ে সম্প্রতি মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
গত ২৭ আগস্ট গঠিত ৮ সদস্যের এই কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান। গঠনের সময় কমিটিকে এক মাসের মধ্যে প্রতিবেদন দেওয়ার নির্দেশনা দেওয়া হলেও নির্ধারিত সময় শেষ হয়ে যাওয়ায় মেয়াদ বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
কমিটিতে চারজন উপদেষ্টাসহ প্রকৌশলীদের বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা রয়েছেন।
তিন দফা দাবিতে গত আগস্টের শেষ দিকে বুয়েটসহ বিভিন্ন প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা শাহবাগে সড়ক অবরোধ করে আন্দোলন করেন এবং প্রধান উপদেষ্টার বাসভবন 'যমুনা' ঘেরাওয়ের চেষ্টা চালান।
আইকে/টিকে