আগারগাঁওয়ের ভাইরাল ‘কেক পট্টি’ বন্ধের নির্দেশ

সামাজিক যোগাযোগমাধ্যমে ঝড় তোলা রাজধানীর আগারগাঁওয়ের ভাইরাল ‘কেক পট্টি’ আপাতত আর থাকছে না। ট্রাফিক বিশৃঙ্খলার কারণে শুক্রবার (৯ অক্টোবর) থেকে নির্বাচন কমিশন ভবনের আশপাশে কোনো কেক বিক্রেতা বা অস্থায়ী দোকান বসতে পারবে না বলে জানিয়েছে পুলিশ।

এই বিষয়ে ডিএমপির শেরে বাংলা নগর থানা পুলিশের সঙ্গে কথা বলে জানা যায়, আইডিবি ভবন ও নির্বাচন কমিশন ভবনের আশপাশ এলাকায় রাস্তার মাঝে ভাসমান দোকানে একদম ভরে গিয়েছে। এখান দিয়ে কোনো গাড়ি যেমন ঠিকভাবে চলাচল করতে পারত না, তেমনি মানুষের যাতায়াত করতেও কষ্ট হচ্ছিল। পরে অনেকে এই নিয়ে পুলিশকে অভিযোগ জানায়় এবং জাতীয় জরুরি সেবা ৯৯৯ ও ফোন করে এ বিষয়ে অভিযোগ জানায়। এ পরিপ্রেক্ষিতে এই ব্যবস্থা নেওয়া হয়েছে।

শেরেবাংলা নগর থানার অফিসার ইনচার্জ (ওসি) ইমাউল হক দেশের একটি গণমাধ্যমকেকে বলেন, এখানে কেক পট্টি আছে কি না, তা আমরা জানি না। আমরা জানি– নির্বাচন কমিশনসহ এ এলাকায় বেশ কিছু গুরুত্বপূর্ণ অফিস রয়েছে। আর এসব অফিসে যাওয়ার রাস্তায় এসব দোকানপাট অবৈধভাবে বসেছে। যার ফলে যাতায়াতে প্রচুর সমস্যা হয় এবং সবসময় রাস্তায় যানজট লেগে থাকে।

তিনি বলেন, এ নিয়ে জনগণের অনেক ক্ষোভ আছে এবং আমাদের কাছে দীর্ঘদিন ধরে অভিযোগ করে আসছে। অভিযোগের পরিপ্রেক্ষিতে আজ আমরা সেখানে গিয়ে এসব দোকানদারদের বলে দিয়েছি এবং তাদের সরে যাওয়ার ব্যবস্থা নিয়েছি। আগামীকাল থেকে এখানে কোনো দোকানপাট বসানো যাবে না। তিনি আরও বলেন, জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯ এর মাধ্যমসহ আমাদের কাছে এ বিষয়ে সাধারণ জনগণের অনেক অভিযোগ এসেছে। এর পরিপ্রেক্ষিতে আমরা ব্যবস্থা গ্রহণ করি। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে জনগণই আমাদের অভিযোগ জানাচ্ছে, তাদের অসুবিধা হচ্ছে। আবার তারাই ওখানে বসে গিয়ে খাবার খাচ্ছে, মোটরসাইকেল রেখে পার্কিং বানিয়ে ফেলছে। এসব অবৈধ দোকান পাট যেন রাস্তায় না থাকে, এর জন্য তো জনগণকে আমাদের সহযোগিতা করতে হবে। তারা যদি অভিযোগ করে আবার তারাই গিয়ে যদি এসব দোকানপাটে খাওয়া দাওয়া করে, তাহলে কীভাবে হবে?

অন্যদিকে জানা যায়, আগারগাঁও মেট্রো স্টেশনের পাশে কেক পট্টির শুরুটা ছিল– স্বতস্ফূর্ত‌ভাবে কিছু তরুণ-তরুণী নিজের হাতে বানানো কেক বিক্রি করা থেকে। ধীরে ধীরে ‘কেক পট্টি’ নামেই জায়গাটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। ইউটিউব ও ফেসবুকে একের পর এক ভিডিও ছড়িয়ে পড়ে, ভিড় জমে শহরের নানা প্রান্ত থেকে আসা কেকপ্রেমীদের।

উল্লেখ্য, গত কয়েক সপ্তাহ ধরে প্রতিদিন সন্ধ্যায় ইনস্টিটিউট অব আর্কিটেক্টস থেকে নির্বাচন কমিশন ভবন পর্যন্ত কেক পট্টির দোকানগুলোকে কেন্দ্র করে ব্যাপক ভিড় জমে উঠে।


ইউটি/টিকে

Share this news on:

সর্বশেষ

img
৪৯তম বিশেষ বিসিএস: লিখিতে উত্তীর্ণদের মৌখিক পরীক্ষা ২৬ অক্টোবর Oct 10, 2025
img
শান্তিতে নোবেল পুরষ্কার পাওয়া হল না ট্রাম্পের Oct 10, 2025
img
মানসিক রোগে আক্রান্ত দেশের ১৯%, চিকিৎসা সেবা সংকটে Oct 10, 2025
img

নারী ওয়ানডে বিশ্বকাপ

২ পরিবর্তন নিয়ে টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ Oct 10, 2025
img
স্পেনকে ন্যাটো থেকে বের করে দেওয়া উচিত: ট্রাম্প Oct 10, 2025
img
অভিশংসনে ক্ষমতা হারালেন পেরুর প্রেসিডেন্ট Oct 10, 2025
img
শান্তিতে নোবেল পেলেন ভেনিজুয়েলার মারিয়া কোরিনা মাচাদো Oct 10, 2025
img
চার দফা দাবিতে সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করছে ইসলামী শ্রমিক আন্দোলন Oct 10, 2025
রেকর্ড দুই দলের ব্যাটারদের, ধরাশায়ী ভারত Oct 10, 2025
আরাফাত রহমান কোকোর স্মরণে কর্পোরেট ক্রিকেট টুর্নামেন্ট! Oct 10, 2025
অতীত ভুলে সামনের দিকে এগোতে চাহালের স্পষ্ট বা Oct 10, 2025
বন্ধ করে দেয়া হলো 'কেক পট্টি', অবৈধ ছিলো দোকানগুলো Oct 10, 2025
img
জুলাই সনদকে ইতিবাচকভাবে দেখছে বিএনপি : রিজভী Oct 10, 2025
img
শিশু শান্তি ‘নোবেল’ পুরস্কারে মনোনীত সাতক্ষীরার সুদীপ্ত Oct 10, 2025
img
বড় ঘোষণা দিলেন জয়শঙ্কর Oct 10, 2025
img
শুরুর একাদশে খেলতে আগ্রহী জামাল, সঙ্গে শমিত-জায়ান Oct 10, 2025
img
ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন না হলে ভয়ংকর পরিস্থিতি তৈরি হতে পারে : দুদু Oct 10, 2025
img
জুলাই-আগস্টে বাণিজ্য ঘাটতি বাড়লো ২০৪ মিলিয়ন ডলার Oct 10, 2025
img
আর নেই সালমানের সহ-অভিনেতা Oct 10, 2025
img
মাঠের নীরবতা নিয়ে ইংলিশ সমর্থকদের ওপর চটেছেন টুখেল Oct 10, 2025