নারী ওয়ানডে বিশ্বকাপে বৃহস্পতিবার (৯ অক্টোবর) দক্ষিণ আফ্রিকার কাছে ৩ উইকেটে হেরেছে ভারত। প্রথমে ব্যাট করে ২৫১ রানে অল আউট হয় ভারত। জবাবে ৭ বল ও ৩ উইকেট হাতে রেখে জয়ের বন্দরে পৌঁছে যায় প্রোটিয়া নারীরা। এদিকে দক্ষিণ আফ্রিকার কাছে হারলেও বিশ্বরেকর্ড গড়েছেন ভারতের ওপেনার স্মৃতি মান্ধানা।
২৮ বছর আগে অস্ট্রেলিয়ার ক্রিকেটার ক্লার্ক এক পঞ্জিকাবর্ষে সর্বাধিক রানের রেকর্ড গড়েছিলেন। সেই রেকর্ডই ভাঙলেন মান্ধানা। ১৯৯৭ সালে ১৬ ওয়ানডে খেলে ৯৭০ রান করেছিলেন ক্লার্ক। বৃহস্পতিবার দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মাত্র ২৩ রান করে আউট হন। তবে আউট হওয়ার আগেই বিশ্বরেকর্ড গড়েছেন মান্ধানা।
চলতি বছর ১৭ ওয়ানডেতে ৯৮২ রান করলেন মান্ধানা। প্রথম নারী ক্রিকেটার হিসেবে এক পঞ্জিকাবর্ষে এক হাজার রানের মাইলফলক স্পর্শ করার সুযোগ এখন তার সামনে। এদিকে মান্ধানা বিশ্বরেকর্ড গড়লেও জয় পায়নি তার দল। টস হেরে প্রথমে ব্যাট করে ২৫১ রানের পুঁজি পায় ভারত। রিচা ঘোষ ৭৭ বলে করেন ৯৪ রান। এছাড়া আর কেউ তেমন উল্লেখযোগ্য রান করতে পারেননি। দক্ষিণ আফ্রিকার হয়ে ৩২ রানে ৩ উইকেট নিয়েছেন ক্লো ট্রায়ন।
জবাবে শুরুতেই বিপদে পড়ে প্রোটিয়ারা। একশ রানের আগে ৫ উইকেট হারায় তারা। তবে অধিনায়ক লরা ওলভার্ডের ৭০ এবং শেষ দিকে নাদিন ডি ক্লার্ক অপরাজিত ৮৪ এবং ক্লো ট্রায়নের ৪৯ রানের উপর ভর করে ৩ উইকেটে জয় পায় দক্ষিণ আফ্রিকার নারী দল। ৩ ম্যাচ খেলে এটি ভারতের প্রথম হার এই বিশ্বকাপে। টেবিলের তিন নম্বর অবস্থানে আছে তারা। সমান সংখ্যক পয়েন্ট নিয়ে নেট রানরেটে পিছিয়ে থাকার কারণে চতুর্থ স্থানে দক্ষিণ আফ্রিকা।
এসএস/এসএন