৭ দশমিক ৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্পের পর ধংসাত্মক সুনামির আশঙ্কা করছে ফিলিপাইন কর্তৃপক্ষ। দেশটির সিসমোলোজি এজেন্সি এ নিয়ে সতর্ক করেছে।
এই সুনামিতে ‘প্রাণঘাতী উচ্চতার ঢেউ’ দেখা যেতে পারে বলেও আশঙ্কা করছে তারা।
তারা আশঙ্কা করছে, সাধারণ জোয়ারের চেয়ে এক মিটারেরও বেশি উঁচু ঢেউ আছড়ে পড়তে পারে এবং ‘বদ্ধ উপসাগর ও প্রণালীগুলোতে’ এই উচ্চতা আরও বেশি হতে পারে।
তাদের আশঙ্কা প্রথম সুনামি তরঙ্গ স্থানীয় সময় পৌনে ১২টার আগে উপকূলে আঘাত হানতে পারে এবং তা কয়েক ঘণ্টা ধরে স্থায়ী হতে পারে।
দক্ষিণ ফিলিপাইনের দাভাও ওরিয়েন্টাল প্রদেশের গভর্নর জানিয়েছেন, ভূমিকম্প আঘাত হানার পর মানুষ আতঙ্কিত হয়ে পড়ে এবং বেশ কিছু ভবন ক্ষতিগ্রস্ত হয়।
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, গভর্নর এডউইন জুহাইব স্থানীয় সম্প্রচারমাধ্যম ডিজেডএমএম-কে বলেন, “কিছু ভবন ক্ষতিগ্রস্ত হওয়ার খবর পাওয়া গেছে। এটি (ভূমিকম্প) খুব শক্তিশালী ছিল।”
উল্লেখ্য, ২০১২ সালে ঘূর্ণিঝড় ‘বোপার’ আঘাতে এই প্রদেশে শত শত মানুষের মৃত্যু হয়েছিল।
সূত্র : বিবিসি।
এমকে/এসএন