রাজশাহীর নওহাটা এলাকায় সড়ক দুর্ঘটনার শিকার হয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) দুইজন সিনিয়র শিক্ষক। শুক্রবার (১০ অক্টোবর) সকালে এ ঘটনা ঘটে।
এতে বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের অধ্যাপক ড. শিবশঙ্কর রায় নিহত হন। এছাড়া দুর্ঘটনায় দর্শন বিভাগের অধ্যাপক ড. আসাদুজ্জামান মারাত্মকভাবে আহত হয়েছেন।
জানা যায়, সকালে মাছ ধরার উদ্দেশ্যে মোটরসাইকেলে করে বের হয়েছিলেন দুইজন। পথে নওহাটার কাছাকাছি এলাকায় দুর্ঘটনার শিকার হন তারা। দুর্ঘটনার কারণ ও বিস্তারিত তথ্য এখনও নিশ্চিতভাবে জানা যায়নি।
অধ্যাপক ড. শিবশঙ্কর রায় দীর্ঘদিন ধরে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগে অধ্যাপনা করছিলেন। তার মৃত্যুতে বিশ্ববিদ্যালয় পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। অন্যদিকে গুরুতর আহত অধ্যাপক ড. আসাদুজ্জামানকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার চিকিৎসা চলছে।
এমকে/এসএন