শান্তিতে নোবেল ঘোষণা আজ

এ বছরের শান্তিতে নোবেল বিজয়ীর নাম ঘোষিত হবে আজ (১০ অক্টোবর)। সূচি অনুযায়ী, বাংলাদেশ সময় দুপুর ৩টায় শান্তিতে নোবেল বিজয়ীর নাম ঘোষণা করা হবে। এবার মোট ৩৩৮ জন প্রার্থী মনোনীত হয়েছেন। শান্তিতে নোবেল জয়ীকে বেছে নেন নরওয়েজিয়ান নোবেল কমিটি, যা পাঁচজন সদস্য নিয়ে গঠিত। রাজনৈতিক দলগুলোর সুপারিশে তাদের নিয়োগ দেয় নরওয়ের পার্লামেন্ট।

আলফ্রেড নোবেলের ১৮৯৫ সালের উইলে বর্ণিত মানদণ্ড পূরণ করে বিশ্বের যে কেউ এই পুরস্কার পেতে পারেন। উইলে বলা হয়েছে, পুরস্কার দেওয়া হবে সেই ব্যক্তিকে ‘যিনি জাতিগুলোর মধ্যে বন্ধুত্ব বাড়াতে, স্থায়ী সেনাবাহিনীর বিলোপ বা হ্রাসে এবং শান্তি সম্মেলনের আয়োজন ও প্রচারে সর্বাধিক বা শ্রেষ্ঠ অবদান রেখেছেন।’ পুরস্কার কমিটির সচিব এবং কমিটির কাজের প্রস্তুতি তদারক নিয়োজিত ক্রিস্টিয়ান বার্গ হারপভিকেন বলেন, ‘পুরস্কারটি বর্তমান প্রেক্ষাপটে মূল্যায়ন করতে হয়’। পুরস্কার কমিটির সচিব আলোচনায় অংশ নেন, তবে ভোট দেন না।

হাজার হাজার মানুষ প্রার্থী প্রস্তাব করতে পারেন। এর মধ্যে রয়েছে সরকার ও পার্লামেন্টের সদস্যরা, বর্তমান রাষ্ট্রপ্রধানরা, ইতিহাস, সমাজবিজ্ঞান, আইন ও দর্শনের অধ্যাপকরা এবং আগের নোবেল শান্তি পুরস্কার বিজয়ীরাও। এ বছর ৩৩৮টি মনোনয়ন এসেছে। 

মনোনয়ন জমা দেওয়ার শেষ তারিখ ৩১ জানুয়ারি। কমিটির সদস্যরাও তাদের প্রথম বৈঠক পর্যন্ত নতুন মনোনয়ন দিতে পারেন। সব মনোনয়ন আলোচনা করে, একটি সংক্ষিপ্ত তালিকা তৈরি করা হয়। প্রতি প্রার্থীকে স্থায়ী উপদেষ্টা ও বিশেষজ্ঞদের মাধ্যমে বিশ্লেষণ করা হয়। কমিটি প্রতি মাসে একবার করে বৈঠক করে। তারা সাধারণত ঐকমত্যে পৌঁছানোর চেষ্টা করে, তবে না পারলে ভোটে সিদ্ধান্ত হয়।


যদিও পুরো তালিকাটি গোপন রাখা হয়, মনোনয়নদাতারা চাইলে তা প্রকাশ করতে পারেন। এ বছর প্রকাশিত নামগুলোর মধ্যে অন্যতম আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি), ন্যাটো, হংকংয়ের বন্দী কর্মী চাউ হ্যাং-তুং, এবং কানাডার মানবাধিকার আইনজীবী ইরউইন কটলার।

কম্বোডিয়া, ইসরাইল ও পাকিস্তানের নেতারা বলেছেন, তারা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে মনোনয়ন দিয়েছেন। তবে তাদের মনোনয়ন বসন্ত ও গ্রীষ্মে অর্থাৎ ৩১ জানুয়ারির শেষ সময়সীমার পর জমা পড়ায়, সেগুলো ২০২৫ সালের পুরস্কারের জন্য বিবেচিত হবে না।  যারা নোবেল পুরস্কার জিতবেন, তারা স্বর্ণ পদকের সঙ্গে পাবেন এক কোটি ১০ লাখ সুইডিশ ক্রোনা বা প্রায় ১২ লাখ মার্কিন ডলার। বিজয়ীদের হাতে নোবেল পুরস্কার তুলে দেওয়া হয় প্রতি বছর ১০ ডিসেম্বর।

এসএস/এসএন

Share this news on:

সর্বশেষ

ম্যাচ হারায় অনেক কষ্ট পেয়েছি, শেষের গোলটা আশা করিনি Oct 10, 2025
'মাছ চাষ করলেও তোমার কিছু মাছ খাইতে পারবা'! Oct 10, 2025
img
খাট-সোফা ছাড়াই বিয়ে সেরেছিলেন অপু বিশ্বাস! Oct 10, 2025
“গাজীপুর থেকে এসেছেন জনসংযোগে যোগ দিতে - হাদির আবেগঘন প্রতিক্রিয়া” Oct 10, 2025
img
আবারও মডেল মাহিকার প্রেমে হার্দিক Oct 10, 2025
img
পিআর নিয়ে জাতির রায় আমরা গ্রহণ করব: গোলাম পরওয়ার Oct 10, 2025
img
৩৩০ গুণ বেতন পেয়ে চাকরি ছাড়েন কর্মী, আদালত দিলো তার পক্ষেই রায় Oct 10, 2025
img

ট্রাম্পের দাবি

ইরানের সঙ্গে এবার কাজ করবে যুক্তরাষ্ট্র Oct 10, 2025
img
দেশের অধিকাংশ মানুষ পিআর পদ্ধতিতে নির্বাচন চায়: মিয়া গোলাম পরওয়ার Oct 10, 2025
img
৪৯তম বিশেষ বিসিএস: লিখিতে উত্তীর্ণদের মৌখিক পরীক্ষা ২৬ অক্টোবর Oct 10, 2025
img
শান্তিতে নোবেল পুরষ্কার পাওয়া হল না ট্রাম্পের Oct 10, 2025
img
মানসিক রোগে আক্রান্ত দেশের ১৯%, চিকিৎসা সেবা সংকটে Oct 10, 2025
img

নারী ওয়ানডে বিশ্বকাপ

২ পরিবর্তন নিয়ে টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ Oct 10, 2025
img
স্পেনকে ন্যাটো থেকে বের করে দেওয়া উচিত: ট্রাম্প Oct 10, 2025
img
অভিশংসনে ক্ষমতা হারালেন পেরুর প্রেসিডেন্ট Oct 10, 2025
img
শান্তিতে নোবেল পেলেন ভেনিজুয়েলার মারিয়া কোরিনা মাচাদো Oct 10, 2025
img
চার দফা দাবিতে সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করছে ইসলামী শ্রমিক আন্দোলন Oct 10, 2025
রেকর্ড দুই দলের ব্যাটারদের, ধরাশায়ী ভারত Oct 10, 2025
আরাফাত রহমান কোকোর স্মরণে কর্পোরেট ক্রিকেট টুর্নামেন্ট! Oct 10, 2025
অতীত ভুলে সামনের দিকে এগোতে চাহালের স্পষ্ট বা Oct 10, 2025