অবসরের আগে রোহিত-গম্ভীরের কথা শোনেননি অশ্বিন

সবশেষ অস্ট্রেলিয়া সফরে পার্থ টেস্টের সময়ই অবসরের সিদ্ধান্ত নিয়ে রেখেছিলেন রবিচন্দ্রন অশ্বিন। রোহিত শর্মার অনুরোধে খেলেছিলেন অ্যাডিলেড টেস্ট। তবে ব্রিসবেনে এসেই আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায়ের ঘোষণা দেন অশ্বিন। অধিনায়ক রোহিত ও প্রধান কোচ গৌতম গম্ভীর অবসরের সিদ্ধান্ত নেয়ার আগে আরও একটু ভাবতে বলেছিলেন। যদিও তাদের কথা শোনেননি তারকা এই স্পিনার। বরং নিজের সিদ্ধান্তেই অটল থেকে অবসর নেন অশ্বিন।

২০২৪ সালের ডিসেম্বরে ব্রিসবেন টেস্টের শেষ দিনে হানা দেয় বৃষ্টি। শেষ পর্যন্ত বেসরিক বৃষ্টিতে খেলার বাকি অংশ মাঠে গড়ায়নি। এমন অবস্থায় ড্রেসিং রুমে বসে অবসর কাটাচ্ছিলেন ক্রিকেটার। হঠাৎ করেই ক্যামেরার লেন্স খুঁজে নেয় অশ্বিনকে। সেই সময় বিরাট কোহলিকে কিছু একটা বলার পাশাপাশি তাকে আলিঙ্গন করেন তিনি। খানিকটা আবেগপ্রবণ হয়ে পড়েছিলেন ডানহাতি এই সাবেক স্পিনার।

পরবর্তীতে অধিনায়ক রোহিতের সঙ্গে সংবাদ সম্মেলনে আসেন অশ্বিনও। মাঠ থেকে বিদায় নেয়ার সুযোগ থাকলেও সেসব চিন্তা না করে সেদিনই আন্তর্জাতিক ক্রিকেট ছাড়েন তিনি। অবসর নেয়ার সঙ্গে দুই-তিনজনের সঙ্গে কথা বলেছিলেন ৩৯ বছর বয়সি অশ্বিন তাদের সবাই চেয়েছিলেন যাতে আরও কিছুদিন খেলে যান। গুঞ্জন উঠেছিল, গম্ভীর কোচ হয়েই তাকে সরিয়ে দিয়েছেন। তবে অশ্বিন নিশ্চিত করেছেন, তাকে কেউ বলেনি দলে জায়গা নেই কিংবা সরে যাও।

নিজের ইউটিউব চ্যানেলে অশ্বিন বলেন, ‘কেউ আমাকে বলেনি তোমার চলে যাওয়া উচিত, কেউ আমাকে এটাও বলেনি দলে তোমার জায়গা নেই। সত্যি বলতে সিদ্ধান্ত নেয়ার আগে দুই-তিনজন মানুষ আমাকে বলেছিল এটা না করতে। কিন্তু আমি আমার সিদ্ধান্ত নিয়ে ফেলি। এমনকি তারা চেয়েছিল আমি আরও খেলি।’

অবসর নেয়ার আগে অধিনায়ক রোহিত ও প্রধান কোচ গম্ভীরের সঙ্গেও কথা হয়েছিল অশ্বিনের। তারা দুজনই অবসরের সিদ্ধান্ত নিয়ে আরও একটু ভাবতে বলেছিলেন। যদিও তাদের কথায় কান দেননি। ডানহাতি সাবেক স্পিনারের অবসরের সময় রোহিত জানিয়েছিলেন, তাকে অনুরোধ করে অ্যাডিলেড টেস্ট খেলিয়েছিলেন। এত কিছুর মাঝেও প্রধান নির্বাচক অজিত আগারকারের সঙ্গে খুব বেশি কথা হয়নি অশ্বিনের।

তিনি বলেন, ‘রোহিত শর্মাও আমাকে বলেছে এটা নিয়ে আরেকটু চিন্তা করো, গৌতি ভাইও (গৌতম গম্ভীর) ব্যাপারটা নিয়ে আমাকে আবারও ভাবতে বলেছিলেন। কিন্তু অজিত আগারকারের সঙ্গে খুব বেশি কথা বলিনি। যখন অবসরের মতো বিষয় আসে তখন এগুলো একান্তই ব্যক্তিগত সিদ্ধান্ত। তারা তাদের মতামত জানিয়েছে।’

অবসরের আগে তিন সংস্করণ মিলে ২৮৭ ম্যাচে ৭৬৫ উইকেট নিয়েছেন অশ্বিন। ডানহাতি অফ স্পিনার সবচেয়ে বেশি সফল টেস্টে। ১০৬ ম্যাচে নিয়েছেন ৫৩৭ উইকেট। বোলিংয়ের পাশাপাশি ছয়টি টেস্ট সেঞ্চুরিও আছে তাঁর। ২০১১ ওয়ানডে বিশ্বকাপ, ২০১৩ সালে চ্যাম্পিয়ন্স ট্রফি ও ২০১৬ সালে ভারতের হয়ে এশিয়া কাপ জিতেছেন অশ্বিন।

ইএ/এসএন

Share this news on:

সর্বশেষ

img
দেড় যুগ পর পুরোনো ঠিকানায় ফিরছেন বালাম Oct 11, 2025
img
শেখ মুজিবের প্রতিকৃতি প্রদর্শনসংক্রান্ত অনুচ্ছেদ বাতিল চায় ঐকমত্য কমিশন Oct 11, 2025
img
মালদ্বীপে ‘হিউম্যান হারমনি অ্যাওয়ার্ড’ পেলেন ৫ বাংলাদেশি প্রবাসী Oct 11, 2025
img
নোবেল জয়ী মাচাদোকে অভিনন্দন জানালেন প্রধান উপদেষ্টা Oct 10, 2025
img
পুলিশ এখন বানরের মতো হয়ে গেছে, ওসির ক্ষোভ প্রকাশ Oct 10, 2025
img
অবকাঠামো উন্নয়ন তদারকিতে আনিকদের বরাদ্দ দিলো ডিএনসিসি Oct 10, 2025
img
ব্যাটিং ব্যর্থতায় নিউজিল্যান্ডের কাছে বড় হার বাংলাদেশের Oct 10, 2025
বে জীবনের লক্ষ্য ঠিক করবেন | ইসলামিক টিপস Oct 10, 2025
ইসরাইলের জেল থেকে রেহাই পেলেন শহিদুল আলম! Oct 10, 2025
নানা চরিত্রে অভিনয়, ভোটার টানতে ভিন্ন কৌশলে স্বতন্ত্র প্রার্থী ! Oct 10, 2025
'জামায়াতের সাথে বিএনপির সিট ভাগাভাগির প্রশ্নই আসে না Oct 10, 2025
img
২০২৭ সালের মধ্যে দক্ষিণ এশিয়ায় ৪০ হাজার কোটি ইউরো বিনিয়োগের পরিকল্পনা ইইউর Oct 10, 2025
img
অনেক রং মিশে যেমন রংধনু, তেমনই সবাই মিলে বাংলাদেশ : আমীর খসরু Oct 10, 2025
img
ফিলিপিন্সে ভূমিকম্পে ৭ জন নিহত Oct 10, 2025
img
মারুফার জীবনের গল্প শুনে চোখ ভিজবে আপনারও Oct 10, 2025
img
হংকংয়ে হামজারা, জর্ডানে অর্পিতারা Oct 10, 2025
img
আমাদের কোয়ালিফায়ারে খেলা মানায় না: তানজিম Oct 10, 2025
img
সামোয়ার হয়ে দ্বিতীয় ম্যাচেই জয়ের স্বাদ টেইলরের Oct 10, 2025
img
নোবেল শান্তি পুরস্কার ডোনাল্ড ট্রাম্পকে উৎস্বর্গ করলেন মারিয়া কোরিনা মাচাদো Oct 10, 2025
img
দেড় বছর বাড়ির বাইরে যেতে পারেননি পরীমণি, কারণ কী? Oct 10, 2025