অবসরের আগে রোহিত-গম্ভীরের কথা শোনেননি অশ্বিন

সবশেষ অস্ট্রেলিয়া সফরে পার্থ টেস্টের সময়ই অবসরের সিদ্ধান্ত নিয়ে রেখেছিলেন রবিচন্দ্রন অশ্বিন। রোহিত শর্মার অনুরোধে খেলেছিলেন অ্যাডিলেড টেস্ট। তবে ব্রিসবেনে এসেই আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায়ের ঘোষণা দেন অশ্বিন। অধিনায়ক রোহিত ও প্রধান কোচ গৌতম গম্ভীর অবসরের সিদ্ধান্ত নেয়ার আগে আরও একটু ভাবতে বলেছিলেন। যদিও তাদের কথা শোনেননি তারকা এই স্পিনার। বরং নিজের সিদ্ধান্তেই অটল থেকে অবসর নেন অশ্বিন।

২০২৪ সালের ডিসেম্বরে ব্রিসবেন টেস্টের শেষ দিনে হানা দেয় বৃষ্টি। শেষ পর্যন্ত বেসরিক বৃষ্টিতে খেলার বাকি অংশ মাঠে গড়ায়নি। এমন অবস্থায় ড্রেসিং রুমে বসে অবসর কাটাচ্ছিলেন ক্রিকেটার। হঠাৎ করেই ক্যামেরার লেন্স খুঁজে নেয় অশ্বিনকে। সেই সময় বিরাট কোহলিকে কিছু একটা বলার পাশাপাশি তাকে আলিঙ্গন করেন তিনি। খানিকটা আবেগপ্রবণ হয়ে পড়েছিলেন ডানহাতি এই সাবেক স্পিনার।

পরবর্তীতে অধিনায়ক রোহিতের সঙ্গে সংবাদ সম্মেলনে আসেন অশ্বিনও। মাঠ থেকে বিদায় নেয়ার সুযোগ থাকলেও সেসব চিন্তা না করে সেদিনই আন্তর্জাতিক ক্রিকেট ছাড়েন তিনি। অবসর নেয়ার সঙ্গে দুই-তিনজনের সঙ্গে কথা বলেছিলেন ৩৯ বছর বয়সি অশ্বিন তাদের সবাই চেয়েছিলেন যাতে আরও কিছুদিন খেলে যান। গুঞ্জন উঠেছিল, গম্ভীর কোচ হয়েই তাকে সরিয়ে দিয়েছেন। তবে অশ্বিন নিশ্চিত করেছেন, তাকে কেউ বলেনি দলে জায়গা নেই কিংবা সরে যাও।

নিজের ইউটিউব চ্যানেলে অশ্বিন বলেন, ‘কেউ আমাকে বলেনি তোমার চলে যাওয়া উচিত, কেউ আমাকে এটাও বলেনি দলে তোমার জায়গা নেই। সত্যি বলতে সিদ্ধান্ত নেয়ার আগে দুই-তিনজন মানুষ আমাকে বলেছিল এটা না করতে। কিন্তু আমি আমার সিদ্ধান্ত নিয়ে ফেলি। এমনকি তারা চেয়েছিল আমি আরও খেলি।’

অবসর নেয়ার আগে অধিনায়ক রোহিত ও প্রধান কোচ গম্ভীরের সঙ্গেও কথা হয়েছিল অশ্বিনের। তারা দুজনই অবসরের সিদ্ধান্ত নিয়ে আরও একটু ভাবতে বলেছিলেন। যদিও তাদের কথায় কান দেননি। ডানহাতি সাবেক স্পিনারের অবসরের সময় রোহিত জানিয়েছিলেন, তাকে অনুরোধ করে অ্যাডিলেড টেস্ট খেলিয়েছিলেন। এত কিছুর মাঝেও প্রধান নির্বাচক অজিত আগারকারের সঙ্গে খুব বেশি কথা হয়নি অশ্বিনের।

তিনি বলেন, ‘রোহিত শর্মাও আমাকে বলেছে এটা নিয়ে আরেকটু চিন্তা করো, গৌতি ভাইও (গৌতম গম্ভীর) ব্যাপারটা নিয়ে আমাকে আবারও ভাবতে বলেছিলেন। কিন্তু অজিত আগারকারের সঙ্গে খুব বেশি কথা বলিনি। যখন অবসরের মতো বিষয় আসে তখন এগুলো একান্তই ব্যক্তিগত সিদ্ধান্ত। তারা তাদের মতামত জানিয়েছে।’

অবসরের আগে তিন সংস্করণ মিলে ২৮৭ ম্যাচে ৭৬৫ উইকেট নিয়েছেন অশ্বিন। ডানহাতি অফ স্পিনার সবচেয়ে বেশি সফল টেস্টে। ১০৬ ম্যাচে নিয়েছেন ৫৩৭ উইকেট। বোলিংয়ের পাশাপাশি ছয়টি টেস্ট সেঞ্চুরিও আছে তাঁর। ২০১১ ওয়ানডে বিশ্বকাপ, ২০১৩ সালে চ্যাম্পিয়ন্স ট্রফি ও ২০১৬ সালে ভারতের হয়ে এশিয়া কাপ জিতেছেন অশ্বিন।

ইএ/এসএন

Share this news on:

সর্বশেষ

সমঝোতা ছাড়াই ৩৬ আসনে প্রার্থীর নাম ঘোষণা করেছে নূরের দল Oct 10, 2025
শান্তি ও গণতন্ত্রের জন্য মাচাদোর অবিচল প্রচেষ্টা Oct 10, 2025
শিগগিরিই প্রার্থীরা পাবেন সবুজ সংকেত, নির্দেশনা না মানলে ব্যবস্থা Oct 10, 2025
ভারত সফরে আফগান পররাষ্ট্রমন্ত্রী! Oct 10, 2025
‘বিএনপিকে ‘ভারতপন্থী দল’ প্রমাণের পেছনে রয়েছে স্বার্থের খেলা’ Oct 10, 2025
img
ফেব্রুয়ারির নির্বাচন নিয়ে কোনো সংশয় নেই : প্রেসসচিব Oct 10, 2025
img
মিলেছে ভিসা, রাতে দুবাই উড়াল দেবেন নাঈম Oct 10, 2025
img
গোপালগঞ্জে ছাত্রদল নেতা বহিষ্কার Oct 10, 2025
img
সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে কাজ করছে সরকার: স্বরাষ্ট্র উপদেষ্টা Oct 10, 2025
img
এস্তেভোঁ ও রদ্রিগোর জোড়া গোল, দক্ষিণ কোরিয়াকে ৫-০ গোলে হারাল ব্রাজিল Oct 10, 2025
img
প্রতীক নিয়ে এনসিপির আপত্তি জনগণ ভালোভাবে নেবে না : হাবিব-উন-নবী সোহেল Oct 10, 2025
img
সাভারে কোটি টাকার বিষ্ণু মূর্তি উদ্ধার, আটক ১ Oct 10, 2025
img
শিক্ষার্থীর পুষ্টিতে স্কুল ফিডিংয়ে ডিম যুক্তের তাগিদ উপদেষ্টা ফরিদার Oct 10, 2025
img
বিশ্ববাজারে কমলো জ্বালানি তেলের দাম Oct 10, 2025
img
রাজনৈতিক ঐক্য রক্ষায় কঠিন চ্যালেঞ্জের মুখে ড. ইউনূস: মোস্তফা ফিরোজ Oct 10, 2025
img
জয়সওয়ালের দুর্দান্ত সেঞ্চুরিতে প্রথম দিন ভারতের Oct 10, 2025
img
খামেনি ও নেতানিয়াহু’র দেশের মধ্যে মধ্যস্থতার ভূমিকায় আছে রাশিয়া, দাবি পুতিনের Oct 10, 2025
img
শুধু হাসিনা বললে সম্মান দেওয়া হবে, তাকে মনস্টার হাসিনা বলতে হবে: মির্জা ফখরুল Oct 10, 2025
img
‘নোয়াখালী বিভাগ চাই’ স্লোগান দিয়ে শাহবাগে বিক্ষোভ Oct 10, 2025
img
পুরুষরা ৮ ঘণ্টা ধরে কাজ করে যাচ্ছে, আমি মেয়ে বলেই দ্বিচারিতা: দীপিকা Oct 10, 2025