ক্যাথলিকদের আধ্যাত্মিক নেতা ও ভ্যাটিকানের প্রধান পোপ লিও চতুর্দশ বৃহস্পতিবার বলেছেন, 'আজ যদি আমরা জানতে পারি গাজা, ইউক্রেন এবং বোমায় রক্তাক্ত অন্য সব জায়গায় কী ঘটছে, তার জন্য আমরা মূলত সাংবাদিকদের কাছেই ঋণী।' তিনি সত্য প্রকাশের জন্য জীবন বাজি রাখা সাংবাদিকদের কাজের প্রশংসা করেছেন।
ভ্যাটিকানে বিশ্বের শীর্ষস্থানীয় সংবাদ সংস্থাগুলোর প্রধান ও নির্বাহীদের স্বাগত জানান পোপ। মাইন্ডস ইন্টারন্যাশনাল নিউজ এজেন্সিস ইউনিয়নের (MINDS International News Agencies Union) ৩৯তম সম্মেলন ও সাধারণ অধিবেশনে আনাদোলু এজেন্সির সিইও সেরদার কারাগোজসহ অনেকেই উপস্থিত ছিলেন।
পোপ লিও জোর দিয়ে বলেন, গণমাধ্যম খাতকে সত্যের আদান-প্রদান থেকে আলাদা করা উচিত নয়। পোপের মতে, গণমাধ্যম মানুষের বিবেক গঠন এবং সমালোচনামূলক চিন্তাভাবনা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সংবাদকর্মীদের কঠিন কাজের কথা তুলে ধরে পোপ বলেন, 'আমাদের সময়ের মতো সংঘাতপূর্ণ পরিস্থিতিতে দায়িত্ব পালন করতে গিয়ে অনেকেই প্রাণ হারিয়েছেন। তারা যুদ্ধ এবং যুদ্ধবাজ মতাদর্শের শিকার, যা সাংবাদিকদের উপস্থিতি প্রতিরোধ করতে চায়। আমাদের অবশ্যই তাদের ভুলে গেলে চলবে না!'
গত মে মাসে নির্বাচিত হওয়ার পর বিশ্বজুড়ে সাংবাদিকদের সঙ্গে এক বৈঠকে পোপ লিও অন্যায়ভাবে নির্যাতিত ও কারাবন্দী সাংবাদিকদের মুক্তির আহ্বান জানিয়েছিলেন। আজ তিনি সেই আহ্বানের পুনরাবৃত্তি করেন। সংবাদ সংস্থাগুলোকে 'ফ্রন্টলাইন' হিসেবে আখ্যা দিয়ে পোপ বলেন, তাদের কাজ অত্যন্ত মূল্যবান এবং এর জন্য দক্ষতা, সাহস ও নৈতিকতাবোধ প্রয়োজন। তিনি বলেন, 'এটি 'আবর্জনা' তথ্যের বিস্তার রোধে একটি প্রতিষেধক হিসেবে কাজ করে।'
তিনি আরও বলেন, 'একজন সাংবাদিকের কাজকে কখনোই অপরাধ হিসেবে বিবেচনা করা যায় না,' বরং এটি একটি সুরক্ষিত অধিকার। তথ্যের অবাধ প্রবেশাধিকার আমাদের সমাজের একটি স্তম্ভ, এবং এটিকে রক্ষা ও নিশ্চিত করার জন্য আমাদের সকলকে এগিয়ে আসতে হবে।
সত্র: আনাদোল এজেন্সি
এসএস/এসএন