দিল্লির ফিরোজ শাহ কোটলায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় টেস্টের প্রথম দিনটা ছিল ভারতীয় ব্যাটারদের দাপটে ভরা। শুভমান গিল টানা ছয়বার টস হারার পর অবশেষে সপ্তম চেষ্টায় টস জিতে ব্যাটিং নেওয়ার সিদ্ধান্ত নেন, আর তার সেই সিদ্ধান্তকে সার্থক প্রমাণ করেন তরুণ ওপেনার যশস্বী জয়সওয়াল ও তিন নম্বরে নামা সাই সুদর্শন।
দিন শেষে ভারতের সংগ্রহ ২ উইকেটে ৩১৮ রান। জয়সওয়াল অপরাজিত ১৬৭ রানে এবং সূর্যকিরণের মতো আলো ছড়িয়ে গেলেন তার সপ্তম টেস্ট শতরানে।
অন্যদিকে, সুদর্শনও দেখালেন তার পরিপক্বতা, ৮৭ রানের অসাধারণ ইনিংস খেলে আউট হন এই ব্যাটার।
প্রথম ঘণ্টায় ওয়েস্ট ইন্ডিজের বোলাররা কোনো এক্সট্রা না দিয়েই ভারতের ওপেনারদের চাপে রাখার চেষ্টা করেন। কিন্তু ব্যাটাররা উইকেটের আচরণ বুঝে নেওয়ার পর নিয়ন্ত্রণ হারায় সফরকারীরা। বিশেষ করে মধ্য সেশনে, কোনো উইকেট না হারিয়ে ভারত তোলে ১২৬ রান।
জয়সওয়ালের তার শতরানের মাধ্যমে ২৪ বছরের নিচে ওপেনার হিসেবে সর্বাধিক শতরানের তালিকায় গ্রায়েম স্মিথের পাশে জায়গা করে নেন। ভারতের ব্যাটারদের মধ্যে ২৪ বছরের আগে তার চেয়ে বেশি শতরান করেছেন শুধু শচীন টেন্ডুলকার। আরো উল্লেখযোগ্য, সাত শতরানের মধ্যে পাঁচবারই জয়সওয়াল ১৫০ রানের বেশি করেছেন—এমন কীর্তি আছে কেবল ডন ব্র্যাডম্যানের।
আইকে/টিকে