বিশ্বজুড়ে তীব্র আলোচনা ও জল্পনার অবসান ঘটিয়ে আজ ঘোষণা করা হচ্ছে ২০২৫ সালের নোবেল শান্তি পুরস্কার। বাংলাদেশ সময় বিকেল ৩টায় নরওয়ের রাজধানী অসলো থেকে নরওয়েজিয়ান নোবেল কমিটি এই বছরের বিজয়ীর নাম ঘোষণা করবে।
এবারের পুরস্কার নিয়ে সবচেয়ে বেশি আলোচনায় রয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মূলত গাজায় দুই বছরের রক্তক্ষয়ী সংঘাত নিরসনে তার মধ্যস্থতায় ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষরিত হওয়ায় তিনি এই পুরস্কারের জন্য মনোনীত হয়েছেন।
গাজায় শান্তি ফেরানোর প্রচেষ্টার জন্য ট্রাম্পকে নোবেল শান্তি পুরস্কারের জন্য আনুষ্ঠানিকভাবে মনোনয়ন দিয়েছেন মার্কিন কংগ্রেসের সদস্য আনা পলিনা লুনা। এছাড়া, এই চুক্তির পর ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুও ট্রাম্পকে পুরস্কার দেওয়ার জন্য জোরালোভাবে সমর্থন জানিয়েছেন। নেতানিয়াহুর দপ্তর থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ট্রাম্পকে পুরস্কারের যোগ্য হিসেবে উল্লেখ করা হয়।
ট্রাম্প নিজে দীর্ঘদিন ধরেই নোবেল শান্তি পুরস্কার জয়ের আকাঙ্ক্ষা প্রকাশ করে আসছেন। বিভিন্ন সময়ে তিনি দাবি করেছেন যে, তিনি বিশ্বের একাধিক সংঘাতের সমাধান করেছেন এবং এই পুরস্কার তার প্রাপ্য। গাজা যুদ্ধবিরতিকে কেন্দ্র করে সেই দাবি এবার নতুন করে আলোচনার কেন্দ্রে এসেছে।
তবে, আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক ও নোবেল বিশেষজ্ঞরা মনে করছেন, ডোনাল্ড ট্রাম্পের পুরস্কার পাওয়ার সম্ভাবনা খুবই কম। তাদের মতে, নোবেল কমিটি সাধারণত দীর্ঘমেয়াদী এবং টেকসই শান্তি প্রতিষ্ঠার প্রচেষ্টাকে গুরুত্ব দেয়। গাজায় যুদ্ধবিরতি চুক্তিটি অত্যন্ত সাম্প্রতিক একটি ঘটনা এবং এর দীর্ঘস্থায়ী প্রভাব এখনো প্রমাণিত হয়নি।
এবি/এসএন