সৌম্য সরকারের ভাগ্য বরণ করতে হচ্ছে না নাঈম শেখকে। অবশেষে সংযুক্ত আরব আমিরাতের ভিসা পেয়েছেন তিনি।
শুক্রবার (১০ অক্টোবর) রাতেই এই ওপেনার উড়াল দেবেন দুবাইয়ের উদ্দেশে। থাকবেন দ্বিতীয় ওয়ানডের বিবেচনায়।
ওয়ানডে দলে জায়গা পেলেও ভিসা জটিলতার কারণে অন্যদের সাথে যেতে পারেননি নাঈম। এর আগে টি-টোয়েন্টি সিরিজের দলে থাকা সৌম্য সরকারও পড়েন ভিসা জটিলতায়। শেষপর্যন্ত সৌম্য আর যেতেই পারেননি। তবে নাঈমের অপেক্ষার অবসান হয়েছে ভিসা প্রাপ্তির সুখবরে।
দুবাইয়ে পৌঁছে সেখান থেকে ওয়ানডে সিরিজের ভেন্যু আরব আমিরাতে যাবেন নাঈম। জাতীয় দলের দায়িত্ব নেওয়ার আগে এনসিএল টি-টোয়েন্টি খেলেছেন ২৬ বছর বয়সী এই ক্রিকেটার। এখন পর্যন্ত বাংলাদেশ দলের হয়ে একটি টেস্ট, ৮টি ওয়ানডে ও ৩৮টি টি-টোয়েন্টি খেলা হয়েছে তার। ৮ ওয়ানডেতে ১৩.৫৮ গড়ে রান করেছেন ৯৫।
সিরিজের প্রথম ওয়ানডেতে একপেশে হারে ১-০ ব্যবধানে পিছিয়ে আছে বাংলাদেশ। সিরিজ হার এড়ানোর পাশাপাশি ঘুরে দাঁড়াতে মরিয়া টাইগাররা দ্বিতীয় ম্যাচে জয়ের জন্য মরিয়া।
টিজে/টিকে