ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং সড়ক-ফুটপাতের অবৈধ স্থাপনা দখল মুক্ত করতে বিশেষ পরিচ্ছন্নতা ও উচ্ছেদ অভিযান চালিয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএনসিসি)।
শনিবার (১১ অক্টোবর) সকালে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি), বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) এবং ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের আশপাশে এই পরিচ্ছন্নতা ও উচ্ছেদ অভিযান চালানো হয়।
এর আগে সকারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি চত্বরের সামনে অভিযানের আনুষ্ঠানিক উদ্বোধন হয়। এর পর একটি জনসচেতনতামূলক র্যালি ভিসি চত্বর থেকে টিএসসিতে এসে শেষ হয়।
র্যালিতে অংশ নেন ডিএসসিসির প্রশাসক মো. শাহজাহান মিয়া, ও স্থানীয় সরকার সচিব মো. রেজাউল মাকছুদ জাহেদী, ঢাবি ভিসি নিয়াজ আহমেদ খান, ডাকসুর নতুন ভিপি সাদিক কায়েমসহ আরো অনেকে।
ডিএসসিসির বিশেষ অভিযানে কাজ করেছে ১৩০০ পরিছন্নতাকর্মী। ঢাকা বিশ্ববিদ্যালয়, বুয়েট, ঢাকা মেডিকেল কলেজ এলাকায় সড়কের পাশে জমে থাকা ময়লা ও পানি পরিচ্ছন্নতা করা হয়। পাশাপাশি ডেঙ্গু নিয়ন্ত্রণে এডিসের লার্ভা ধ্বংসে ওষুধ ছিটান পরিছন্নতাকর্মীরা।
এদিকে, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের সামনের অবৈধ স্থাপনা ও দোকান উচ্ছেদ করেছে ডিএসসিসি। ডেঙ্গু মোকাবিলায় সুন্দর ও পরিচ্ছন্ন নগরী গড়ে তুলতে তাদের অবস্থান তুলে ধরে সবার সহযোগিতা চায় ডিএসসিসি ও স্থানীয় সরকার মন্ত্রণালয়।