চলমান ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টেস্ট সিরিজে চমৎকার ফর্ম বজায় রেখেছেন শুভমান গিল। সিরিজের দ্বিতীয় টেস্টে শতক হাঁকানোর পাশাপাশি এই তরুণ ওপেনার আইসিসি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপে ভারতের সর্বোচ্চ রানকারী ব্যাটসম্যান হিসেবে বিরাট কোহলিকে ছাড়িয়ে গেছেন।
ভারতের হয়ে ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপে গিলের রান ৩৯ ম্যাচে ২,৮০০, গড় ৪৩.০৬। তার সর্বোচ্চ স্কোর ২৬৯ এবং তিনি ১০টি সেঞ্চুরি ও ৮টি অর্ধশতক করেছেন।
এর বিপরীতে, বিরাট কোহলি ৪৬ ম্যাচে ২,৬১৭ রান করেছেন এবং গড় ৩৫.৩৬ দিয়ে অধ্যায় শেষ করেছেন।
গিলের এই রেকর্ডের ফলে তিনি রোহিত শর্মা, ঋষভ পন্ত ও কোহলিকে পেছনে ফেলে শীর্ষে পৌঁছেছেন। বর্তমানে ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপে শীর্ষ রান সংগ্রাহকের তালিকায় রয়েছেন জো রুট, স্টিভ স্মিথ এবং মারনুস লাবুশেনে।
এবি/এসএন