বলিউডের জনপ্রিয় অভিনেত্রী দীপিকা পাড়ুকোন এবার দেশের প্রথম মানসিক স্বাস্থ্য দূত হিসেবে নির্বাচিত হয়েছেন। স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের পক্ষ থেকে তাকে এই দায়িত্ব দেওয়া হয়েছে।
শুক্রবার (১০ অক্টোবর) স্বাস্থ্যমন্ত্রী জে পি নাড্ডা ঘোষণা করেন, দেশের মানুষকে মানসিক স্বাস্থ্য সচেতন করতে দীপিকার মতো জনপ্ৰিয় মুখের সঙ্গে কাজ করতে চায় মন্ত্রক। দীপিকা মন্ত্রকের কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ করে এই দায়িত্ব গ্রহণ করেন এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ধন্যবাদ জানান।
দীপিকা নিজের ইনস্টাগ্রামেও বিষয়টি শেয়ার করেছেন। তিনি বলেন, “প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে ভারত মানসিক স্বাস্থ্যের যত্নকে গুরুত্ব দিচ্ছে। আমি গর্বিত এবং আশা করি, মন্ত্রকের সঙ্গে কাজ করে দেশের মানসিক স্বাস্থ্যকে আরও মজবুত করতে পারব।”
বলিউডে ব্যস্ত জীবনের মধ্যেও দীপিকা মানসিক স্বাস্থ্য নিয়ে সচেতন। তার সদাহাস্যময় ব্যক্তিত্ব মানুষের জীবনকে আনন্দময় করার পাশাপাশি মানসিক সুস্থতার বার্তা ছড়াতে সাহায্য করবে।
এমকে/এসএন