দুই গুণ মজা আর উত্তেজনা নিয়ে ফিরে আসছেন অজয় দেবগন ও রাকুল প্রীত সিং! বক্স অফিসে মন জয় করা এবং দর্শকদের হাসির খোরাক দেওয়া জনপ্রিয় রোমান্টিক কমেডি ‘দে দে পেয়ার দে’ এর সিক্যুয়েল ‘দে দে পেয়ার দে ২’ মুক্তির তারিখ ঘোষণা করা হয়েছে। সব ঠিক থাকলে চলতি বছরের ১৪ নভেম্বর মুক্তি পাবে এই প্রত্যাশিত ছবি।
এইবার ছবির গল্পে দেখা যাবে, অজয়ের চরিত্র আশিষ সরাসরি রাকুল প্রীতের চরিত্র আইশিয়ার পরিবারের ঘরে পা রাখছেন! এই বয়সের ফারাকের প্রেম কি আবারও মন জয় করবে নাকি তৈরি করবে নতুন ঝগড়া?
প্রকাশিত হয়েছে ছবির ফার্স্টলুকসহ মোশন পোস্টার, যেখানে অজয় দেবগণ, রাকুল প্রীত সিংয়ের পাশাপাশি উপস্থিত আছেন জাভেদ জাফরি। নতুন সিক্যুয়েলে দেখা যাবে আরেকটু জমকালো কাস্ট- আর মাধবন, মীজান জাফরি, গৌতামী কপূর ও ইশিতা দত্ত।
এর আগেই বলিউড হাঙ্গামা এক্সক্লুসিভ রিপোর্ট অনুসারে, ১৪ অক্টোবর মুম্বাই ও দিল্লিতে গ্র্যান্ড দুই শহরে ইভেন্টের মাধ্যমে ট্রেলার মুক্তি দেওয়ার কথা রয়েছে।
অংশুল শর্মা পরিচালিত এই ছবির গল্প লিখেছেন তরুণ জৈন এবং লব রঞ্জন। প্রযোজনা করেছেন ভূষণ কুমার, কৃষ্ণ কুমার, লব রঞ্জন ও অঙ্কুর গার্গ। ‘তু ঝুঁঠি ম্যা মক্কার’, ‘সোনু কে তিতু কি সুইটি’ ও ‘পেয়ার কা পঞ্চনামা’র মতো মজার ছবি নির্মাণ করেছেন তারা।
টিকে/