‘ম্যায়নে পেয়ার কিয়া’ দিয়ে বলিউডে অভিষেক ঘটে ভাগ্যশ্রীর। এরপর বেশ কিছু সিনেমা করলেও সালমান খানের বিপরীতে প্রথম সিনেমাটিই এখনো তার ক্যারিয়ার সবচেয়ে আলোচিত সিনেমা।
এরপর একটা সময়ে হঠাৎ করেই পর্দা থেকে বিদায় নেন অভিনেত্রী। বিয়ে করে স্বামী, সংসার নিয়ে ব্যস্ত হয়ে পড়েন।
আর দেখা যায়নি তাকে। তবে সালমান খানের সাড়াতে ৩৩ বছর পর তার সঙ্গে হাজির হন পর্দায়, ‘কিসি কা ভাই কিসি কি জান’ ছবিতে।
বলিউডের এই অভিনেত্রীকে দেখা গিয়েছিল বাংলাদেশের সিনেমাতেও। একটি মাত্র ঢাকাই সিনেমাতে অভিনয় করেছিলেন ভাগ্যশ্রী, ছবিটির নাম ‘শত্রু ধ্বংস’।
২০০১ সালে মুক্তিপ্রাপ্ত এ সিনেমাটিতে ভাগ্যশ্রীর বিপরীতে অভিনয় করেছিলেন এক সময়ের জনপ্রিয় নায়ক শাকিল খান।
মাস কয়েক আগেও ভাগ্যশ্রী ও শাকিল খানের একটি পুরনো ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছিল। যে ছবিটি ছিল শুটিং চলাকালীন তোলা। ছবিটি দেখে নস্টালজিয়ায় ভাসছিলেন সিনেমাপ্রেমীরা।
সেই ছবিটিতে দেখা গেছে, একটি ফাঁকা মাঠে দুটি প্লাস্টিক চেয়ারে পাশাপাশি বসে আছেন ভাগ্যশ্রী ও শাকিল খান। ভাগ্যশ্রীর পরনে আকাশি-নীল বাটিক ছাপার সালোয়ার-কামিজ আর শাকিল খান পরেছেন মেরুন টি-শার্ট, কালো স্লিভলেস কোট ও অ্যাশ রঙের জিন্স।
ইস্পাহানী আরিফ জাহান পরিচালিত ‘শত্রু ধ্বংস’ সিনেমাটিতে আরও অভিনয় করেছিলেন ইলিয়াস কাঞ্চন, নূতন, আহমেদ শরীফ, দিলদার প্রমুখ।
এদিকে ভাগ্যশ্রীকে অভিনয়ে না দেখা গেলেও সামাজিক যোগাযোগ মাধ্যমে সরব তিনি। বিভিন্ন সময়েই নানা মুহূর্ত অনুরাগীদের সঙ্গে শেয়ার করতে দেখা যায় তাকে।
অন্যদিকে, শাকিল খানকেও এখন আর পর্দায় দেখা যায় না। অনেক বছর আগেই অভিনয় ছেড়ে দিয়েছেন তিনি। মাঝে কয়েকবার ফিরবেন বললেও আর ফেরেননি শোবিজে।
এমআর/টিকে