ফিলিস্তিন মুদ্রা কর্তৃপক্ষ জানিয়েছে, তারা যুদ্ধবিধ্বস্ত গাজা উপত্যকায় যত দ্রুত সম্ভব ব্যাংকিং পরিষেবা পুনরুদ্ধারের জন্য কাজ করছে। এক বিবৃতিতে সংস্থাটি এই আশ্বাস দিয়েছে।
বিবৃতিতে বলা হয়, গাজায় ব্যাংকিং পরিষেবা পুনরায় চালুর জন্য প্রয়োজনীয় সবরকম ব্যবস্থা গ্রহণ করা হবে। এই লক্ষ্যে বিভিন্ন ত্রাণ সংস্থা এবং স্থানীয় ও আন্তর্জাতিক অংশীদারদের সঙ্গে সহযোগিতার ভিত্তিতে কাজ করা হবে।
সংস্থাটি আরও উল্লেখ করে, এই উদ্যোগের মূল উদ্দেশ্য হলো ত্রাণ সরবরাহ সহজ করা এবং প্রয়োজনীয় আর্থিক ও ব্যাংকিং পরিষেবা প্রদানের মাধ্যমে মানবিক সাহায্যের প্রবাহ সচল রাখা। এর মাধ্যমে বিভিন্ন ত্রাণ সংস্থা সহজে তাদের কার্যক্রম পরিচালনা করতে পারবে এবং সাধারণ মানুষ আর্থিক সহায়তা গ্রহণ করতে পারবে বলে আশা করা হচ্ছে।
ইএ/টিকে