জনপ্রশাসন মন্ত্রণালয়ের নতুন সচিব হয়েছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সিনিয়র সচিব মো. এহছানুল হক। সিনিয়র সচিব হিসেবে এখানেও তাকে চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছে সরকার। মোখলেস উর রহমানের বদলির পর ২১ দিন ধরে শূন্য ছিল এই পদ।
রাষ্ট্রপতির আদেশক্রমে রোববার (১২ অক্টোবর) সকালে এ সংক্রান্ত প্রজ্ঞান জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়। এতে সই করেন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন নিয়োগ-১ শাখার সিনিয়র সহকারী সচিব সামিউল আমিন।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।
ছাত্র-জনতার অভ্যুত্থানের পর গঠিত অন্তর্বর্তী সরকার জ্যেষ্ঠ সচিব মোখলেস উর রহমানকে জনপ্রশাসন সচিব পদে নিয়োগ দিয়েছিল। দুই বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দেয়া হলেও গত ২১ সেপ্টেম্বর তাকে পরিকল্পনা কমিশনের শিল্প ও শক্তি বিভাগের সদস্য হিসেবে নিয়োগ করা হয়।
এদিকে, গত ৯ অক্টোবর আলাদা দুটি প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে আরেকটি বড় ধরনের রদবদল করে সরকার। মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (এপিডি) আরফানুল হককে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ে বদলি করা হয়েছে। তার স্থলাভিষিক্ত হয়েছেন খুলনার বিভাগীয় কমিশনার ফিরোজ সরকার।
কেএন/টিকে