আফগান বাহিনীর হামলায় ১৫ পাকিস্তানি সেনা নিহত: দাবি কাবুলের

আফগানিস্তানের কাবুল এবং পাকতিকা প্রদেশে পাকিস্তানের সাম্প্রতিক বিমান হামলার পর পাল্টা আক্রমণ চালিয়েছে আফগান বাহিনী। শনিবার (১১ অক্টোবর) রাতভর হেলমান্দ, কান্দাহার, জাবুল, পাকতিকা, পাকতিয়া, খোস্ত, নাঙ্গারহার এবং কুনার প্রদেশে পাকিস্তানি চেকপোস্ট লক্ষ্য করে আক্রমণ করে তালেবান। হামলায় পাকিস্তানের অন্তত ১৫ সেনা সদস্য নিহত হয়েছে বলে দাবি করেছে কাবুল।

আফগানিস্থানের রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাতে এ তথ্য জানায় মার্কিন বার্তা সংস্থা এপি। তবে এ বিষয়ে ইসলামাবাদ থেকে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য পাওয়া যায়নি। রোববার তালেবান সরকারের প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, তাদের বাহিনী সীমান্তে প্রতিশোধমূলক এবং সফল অভিযান পরিচালনা করেছে।

বিবৃতিতে বলা হয়, ‘যদি প্রতিপক্ষ পক্ষ আবারও আফগানিস্তানের আঞ্চলিক অখণ্ডতা লঙ্ঘন করে, তাহলে আমাদের সশস্ত্র বাহিনী দেশের সীমান্ত রক্ষার জন্য সম্পূর্ণ প্রস্তুত রয়েছে এবং এমন পরিস্থিতির সৃষ্টি করলে আবারও কঠোর জবাব দেয়া হবে।’


মন্ত্রণালয় দাবি করে ‘প্রতিশোধ অভিযানে’ তিনটি পাকিস্তানি সামরিক চৌকি দখল করেছে আফগান বাহিনী, যার ফলে দক্ষিণ হেলমান্দ প্রদেশের সীমান্তবর্তী একটি এলাকায় ১৫ সেনা নিহত হয়েছে।

পাকিস্তান আগে থেকেই আফগান কর্তৃপক্ষকে নিষিদ্ধ গোষ্ঠী তেহরিক-ই-তালেবান পাকিস্তানের সদস্যদের আশ্রয় দেয়ার অভিযোগ করে আসছে। ইসলামাবাদ বলেছে, এই গোষ্ঠীটি পাকিস্তানের অভ্যন্তরে মারাত্মক হামলা চালায়। তবে কাবুল এই অভিযোগ অস্বীকার করে জানায়, তারা আফগান ভূখণ্ড অন্য দেশের বিরুদ্ধে ব্যবহার করতে দেয় না।

নাম প্রকাশ না করার শর্তে পাকিস্তানের একজন জ্যেষ্ঠ নিরাপত্তা কর্মকর্তা বলেন, আফগান বাহিনী খাইবার পাখতুনখোয়া প্রদেশের চিত্রাল, বাজাউর, মোহমান্দ, আঙ্গুর আড্ডা এবং কুর্রাম জেলাসহ বেশ কয়েকটি উত্তর-পশ্চিম সীমান্ত এলাকায় গুলি চালিয়েছে। কর্মকর্তা আরও বলেন, খাইবার জেলার তিরাহের কাছে এবং আফগানিস্তানের নাঙ্গারহার প্রদেশের সীমান্তের ওপারে ভারী অস্ত্রশস্ত্র দিয়ে জবাবও দিয়েছে তাদের সেনারা।

নাম প্রকাশ না করার শর্তে আরেকজন পাকিস্তানি নিরাপত্তা কর্মকর্তা বলেন, আফগানিস্তানের দিক থেকে ছোড়া একটি মর্টার শেল কুর্রাম জেলার তিরি গ্রামে পড়ে কমপক্ষে একজন নিহত এবং একজন আহত হয়েছেন।

পাকিস্তানের দাবি, তালেবান বাহিনীর সীমান্ত চৌকিতে পাল্টা হামলা চালিয়ে ১৯টি চেকপোস্ট দখল এবং বহু চেকপোস্ট ধ্বংস করেছে তাদের বাহিনী। রাতভর এ হামলায় কয়েক ডজন তালেবান ও সশস্ত্র বন্দুকধারী নিহতও হয়েছে বলে দাবি করেছে দেশটির নিরাপত্তা সূত্রগুলো।

এবি/টিকে

Share this news on:

সর্বশেষ

img
রাজধানী থেকে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ৭ নেতাকর্মী গ্রেপ্তার Oct 12, 2025
img
জাতীয় নির্বাচনে ১০০ আসনে লড়বে এবি পার্টি Oct 12, 2025
img
সারজিসকে ঘুমের ওষুধ খেতে বললেন সংগীতশিল্পী প্রিন্স মাহমুদ Oct 12, 2025
img
ভোটার এলাকা পরিবর্তন করেছেন প্রধান উপদেষ্টা Oct 12, 2025
img
উচ্ছেদের পরও ফের দখলে ঢামেকের ফুটপাত Oct 12, 2025
img
সমালোচনা থেকে শক্তি নেওয়া শিখেছে জাহ্নবী: শশাঙ্ক খাইতান Oct 12, 2025
img
ছেলে-মেয়ে সবাই দেশে, একা ‘সেফ এক্সিট’ নিয়ে কী করব : স্বরাষ্ট্র উপদেষ্টা Oct 12, 2025
img
ময়মনসিংহে এনসিপি ও পরিবহন শ্রমিকদের দ্বন্দ্ব, বন্ধ মহাসড়কে বাস চলাচল Oct 12, 2025
img
ধর্ম মন্ত্রণালয়ে নতুন সচিব Oct 12, 2025
img
হানিমুনে শ্রীলঙ্কা-মালদ্বীপে ডলফিন দেখছেন শবনম ফারিয়া! Oct 12, 2025
img
রোনালদোর ১১৪, মেসির ১০৭, হালান্ড সেই রেকর্ড গড়লেন ৪৬ ম্যাচে ! Oct 12, 2025
img
ওটিটি দুনিয়ায় পা রাখছেন পূজা হেগড়ে Oct 12, 2025
বধূসাজে ভোট চাইতে এলেন প্রার্থী! Oct 12, 2025
ত্রয়োদশ নির্বাচনে তরুণদের ভাবনা! কে পাবে তাদের ভোট? Oct 12, 2025
সাদিক কায়েমের পরিচয় নয়, ভরসা নিজের যোগ্যতায়-ডাকসু ভিপির ছোট ভাই Oct 12, 2025
img
সবার সঙ্গে আনন্দঘন মুহূর্ত উদযাপনের অপেক্ষায় আছি : ইশরাক হোসাইন Oct 12, 2025
img
দুদকের মামলায় আসাদুজ্জামান নূরের জামিন মেলেনি Oct 12, 2025
img
৫৮ পাক সেনা নিহতের দাবি কাবুলের Oct 12, 2025
img
কান্তারার জোয়ারে ভেসে উঠছে অখণ্ড ২-এর প্রতীক্ষা! Oct 12, 2025
img
আল্লু অর্জুন ও দীপিকা পাড়ুকোন একসঙ্গে অ্যাটলির পরবর্তী ছবিতে! Oct 12, 2025