বড় পর্দার পর এবার ডিজিটাল দুনিয়ায় পা রাখতে চলেছেন জনপ্রিয় অভিনেত্রী পূজা হেগড়ে। শিল্প মহলে জোর গুঞ্জন, নেটফ্লিক্সের একটি অরিজিনাল সিরিজ দিয়েই তিনি ওটিটি প্ল্যাটফর্মে আত্মপ্রকাশ করতে যাচ্ছেন। এটি তার ক্যারিয়ারের এক নতুন অধ্যায় হতে চলেছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
যদিও প্রকল্পটির বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা এখনও আসেনি, সূত্রের বরাতে জানা গেছে- সিরিজটিতে পূজাকে দেখা যাবে একদম নতুন অবতারে। ধারণা করা হচ্ছে, এটি হতে পারে কোনো উচ্চ-ধারণার ড্রামা বা থ্রিলার, যেখানে চরিত্রের ভেতরকার দৃঢ়তা ও রহস্যের মিশেল থাকবে।
দক্ষিণ ও বলিউড- দুই ইন্ডাস্ট্রিতেই নিজের অবস্থান পোক্ত করা পূজা হেগড়ে এবার ডিজিটাল মাধ্যমে নতুন চমক দেখাতে প্রস্তুত। নেটফ্লিক্স সম্প্রতি ভারতীয় অরিজিনাল কনটেন্টে বিপুল বিনিয়োগ করছে, ফলে এই প্রকল্পটি তার ক্যারিয়ারে হতে পারে একটি গেম-চেঞ্জার মুহূর্ত।
ভক্তরাও অপেক্ষায় রয়েছেন আনুষ্ঠানিক নিশ্চিতকরণের জন্য। তবে শিল্পজগতের ধারনা- যদি খবরটি সত্যি হয়, তবে এটি হবে বছরের অন্যতম আকর্ষণীয় ওটিটি অভিষেক।
টিকে/