জনপ্রিয় শিল্পী জুবিন গর্গের আকস্মিক মৃত্যুতে যে রহস্যের ঘনঘটা তৈরি হয়েছে, তা ২২ দিন পরেও কাটেনি। পুলিশ ইতোমধ্যে এই ঘটনায় সাতজনকে গ্রেপ্তার করলেও প্রতিদিনই আসছে নতুন নতুন তথ্য।
এ পরিস্থিতিতে স্বামীর জন্য ন্যায়বিচার চেয়ে এক বিশেষ আবেগময় আবেদন করেছেন জুবিনের স্ত্রী গরিমা শইকীয়া গর্গ। পুরোনো ছবি আর এক হৃদয়স্পর্শী বার্তা দিয়ে তিনি যেন আবারও সেই বিচারের দাবিতে সামাজিক মাধ্যমে ঝড় তুললেন।
সম্প্রতি, নিজেদের বিয়ের পরের একটি পুরোনো ছবি সামাজিক মাধ্যমে শেয়ার করেছেন গরিমা। ছবিটি ২০০২ সালের। একটি ম্যাগাজিনের জন্য তোলা এই ছবিতে সিঁথিতে সিঁদুর পরে একেবারে নববধূর রূপে দেখা যাচ্ছে গরিমাকে।
স্বামীর উদ্দেশে সেই ছবিতে তিনি লিখেছেন, ‘আমাদের সম্পর্ক চিরদিনের। আমরা আবারও শিগগিরই এক জায়গায় হব। আপাতত আমাকে এতটাই শক্তি দাও যাতে তোমার ন্যায়বিচার পেতে পারি।’ এই বার্তা যেন জুবিন-পত্নীর একার নয়, জুবিনের লাখো অনুরাগীরও আর্তি।
জুবিনের মৃত্যুর বেশ কয়েকদিন কেটে গেলেও ঘটনার সঙ্গে আরও কে বা কারা জড়িত, সেই প্রশ্ন এখনও অমীমাংসিত। তাই দ্রুত তদন্তের দাবি জানিয়ে গরিমা বলেন, ‘আমি সকলকে #JusticeForZubein হ্যাশট্যাগটি ব্যবহার করার অনুরোধ জানাচ্ছি। আমাদের জানা দরকার যে সেই সময়ে ঠিক কী ঘটেছিল। জুবিনের মৃত্যুর পর ২২ দিন কেটে গিয়েছে। এখনও কেউ জানে না কী হয়েছিল তার।’
গরিমা আরও বলেন, ‘আমরা ন্যায়বিচার চাই। কোনো সমস্যা চাই না এবং শান্তিপূর্ণ ভাবে বিচার চাই।’ জুবিন গর্গের মতো একজন কিংবদন্তী শিল্পীর মৃত্যু যে নিছক দুর্ঘটনা নয়, বরং তার পেছনে কোনো ষড়যন্ত্র রয়েছে এমন সন্দেহে যখন ভক্তকূল উত্তাল, তখন জুবিনের স্ত্রীর এই আবেদন পুরো ঘটনাটিকে নতুন করে আলোচনার কেন্দ্রে নিয়ে এলো।
আইকে/এসএন