বছর শেষ হতে এখনও বাকি আছে আরও দুই মাসেরও বেশি সময়। ভারতীয় নারী দলের ক্রিকেটার স্মৃতি মান্ধানা আরও কিছু ম্যাচ খেলার সুযোগ পাবেন। অর্থাৎ, রান বাড়িয়ে নেওয়ার ভালো সুযোগ আছে মান্ধানার সামনে।
নারী ওয়ানডে বিশ্বকাপের ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচ খেলতে নামার আগে ঐতিহাসিক এক কীর্তি থেকে মাত্র ১৮ রান দূরে ছিলেন স্মৃতি মান্ধানা। ভারতের ইনিংসের অষ্টম ওভারে বিশাল এক ছক্কা হাঁকালেন মান্ধানা। আর সেই ছক্কাতেই তিনি লিখলেন অনন্য এক ইতিহাস।
নারী ক্রিকেটের ইতিহাসে প্রথম ব্যাটার হিসেবে ওয়ানডেতে এক পঞ্জিকাবর্ষে ১ হাজার রানের মাইলফলক পেরিয়ে গেলেন ভারতীয় এই নারী ক্রিকেটার। আগের ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে এক পঞ্জিকাবর্ষে ওয়ানডেতে নারী ক্রিকেটারের সর্বোচ্চ রানের রেকর্ড গড়েছিলেন স্মৃতি মান্ধানা। এর আগে ১৯৯৭ সালে এক পঞ্জিকাবর্ষে ৯৭০ রানের রেকর্ড গড়েছিলেন অস্ট্রেলিয়ার বেলিন্ডা ক্লার্ক। অস্ট্রেলিয়ার এই ক্রিকেটারের রেকর্ডটাও স্মৃতি ভেঙেছিলেন ছক্কা মেরে।
অস্ট্রেলিয়ার বিপক্ষে স্মৃতি মান্ধানা ম্যাচটা শুরু করেছিলেন ৪ হাজার ৯৪২ রান নিয়ে। ইনিংসের ২১তম ওভারের শেষ বলে অজি বোলার কিম গার্থকে আরও একটি ছক্কা মারেন। সেই ছক্কাতেও একটি একটি মাইলফলক ছুঁয়েছেন ভারতীয় এই নারী ক্রিকেটার। নারী ওয়ানডেতে পঞ্চম ব্যাটার হিসেবে ৫ হাজার রানের মাইলফলক স্পর্শ করেছেন তিনি।
এই তালিকায় সবার উপরে আছেন ভারতের আরেক ব্যাটার মিতালি রাজ। ২৩২ ম্যাচের ২১১ ইনিংস খেলে তিনি করেছেন ৭ হাজার ৮০৫ রান।
আর ৬৬ বলে ৮০ রান করে আজ মান্ধানা আউট হওয়ার পর আপাতত তার রান এখন ১১২ ইনিংসে ৫ হাজার ২২। এ তালিকায় বর্তমানে স্মৃতির অবস্থান পাঁচ নম্বরে।
দুইয়ে আছেন ইংল্যান্ডের শার্লট এডওয়ার্ডস। ১৮০ ইনিংসে তার রান ৫ হাজার ৯৯২। তিন নম্বরে থাকা নিউজিল্যান্ডের সুজি বেটস-এর রান ১৬৭ ইনিংসে ৫ হাজার ৯২৫। আর চার নম্বরে থাকা ওয়েস্ট ইন্ডিজের স্টেফানি টেইলরের রান ১৬৩ ইনিংসে ৫ হাজার ৮৭৩।
এমআর/এসএন