আগামীকাল থেকে জর্ডানে শুরু হচ্ছে এএফসি অ-১৭ নারী এশিয়ান কাপের বাছাই। প্রথম দিনেই বাংলাদেশের প্রতিপক্ষ স্বাগতিক জর্ডান। বাংলাদেশ সময় আগামীকাল রাত দশটায় ম্যাচটি শুরু হবে।
আগামী বছর এএফসি অ-১৭ টুর্নামেন্টের মূল পর্বে খেলতে হলে বাংলাদেশকে এইচ গ্রুপের চ্যাম্পিয়ন হতে হবে। স্বাগতিক জর্ডান ও চাইনিজ তাইপেকে পেছনে ফেলে গ্রুপের শীর্ষে থাকতে হবে অর্পিতাদের। বিষয়টি একটু কঠিনই মনে করছেন বাংলাদেশের কোচ সাইফুল বারী টিটু, 'এই টুর্নামেন্টের তিন দলই কোয়ালিফাই করতে চায়। আমাদের জন্য একটু কষ্টকর হবে কারণ দুই দলই শক্তিশালী।'
বাংলাদেশ মূল পর্বে খেলতে পারবে কি না এজন্য প্রথম ম্যাচটি খুব গুরুত্বপূর্ণ। কোচের মতে, 'প্রথম ম্যাচের ফলাফলের উপর নির্ভর করবে আমরা কোয়ালিফাই করব কি করব না। এজন্য আমরা সবাই জর্ডান ম্যাচ নিয়ে ফোকাস।'
ফিফা র্যাংকিংয়ে জর্ডান বাংলাদেশের চেয়ে এগিয়ে। মিয়ানমারে এশিয়ান কাপ বাছাইয়ের আগে ঋতুপর্ণারা জর্ডানের বিপক্ষে ড্র করেছিল। সেখান থেকে আত্মবিশ্বাস পেয়েছেন কোচ টিটু, 'আমাদের নারী দল এশিয়া কাপ ও অ-২০ টুর্নামেন্টেও মূল পর্বে খেলবে। এখন অ-১৭ দলের পালা। আমরা আশাবাদী।'
অ-১৭ টুর্নামেন্টকে বাফুফে বেশ গুরুত্ব সহকারে নিয়েছে। জর্ডান যাওয়ার পথে আরব আমিরাতে দু’টি প্রীতি ম্যাচ খেলেছে বাংলাদেশ। সিরিয়া ও আরব আমিরাতের বিপক্ষে পাওয়া দুই জয় বাংলাদেশের প্রস্তুতি ও আত্মবিশ্বাস উভয় সঞ্চার করেছে।
১৭ অক্টোবর চাইনিজ তাইপের বিপক্ষে বাংলাদেশের বাছাইয়ের দ্বিতীয় ম্যাচ। স্বাগতিক জর্ডান ও চাইনিজ তাইপের মধ্যকার ১৫ অক্টোবর ম্যাচের পরই গ্রুপের সমীকরণ অনেকটাই স্পষ্ট হবে।
আইকে/এসএন