সংযুক্ত আরব আমিরাতে গত ৮ অক্টোবর সিরিয়াকে ২-০ ও ১০ অক্টোবর স্বাগতিকদের ৩-০ গোলে হারিয়েছিল বাংলাদেশ অনূর্ধ্ব-১৭ নারী দল। এই দুই জয়ের আত্মবিশ্বাস নিয়ে আজ অনূর্ধ্ব-১৭ এশিয়ান কাপের টিকিটের লড়াই শুরু করছে তারা, প্রতিপক্ষ জর্ডান।
জর্ডানের আকাবায় ম্যাচটি শুরু হবে সন্ধ্যা ৭টায়, বাংলাদেশ সময় রাত ১০টায়।
বাংলাদেশ ও জর্ডানসহ ‘এইচ’ গ্রুপে মোট তিনটি দল। অন্যটি চাইনিজ তাইপে। দুদলই বাংলাদেশের তুলনায় শক্তিশালী। জর্ডানের সিনিয়র নারী দলের ফিফা র্যাঙ্কিং ৭৬, তাইপের ৪২। বাংলাদেশের সিনিয়র নারী দল আছে একশর বাইরে, সবশেষ হালনাগাদে ২৪ ধাপ এগোনো দলটির ফিফা র্যাঙ্কিং ১০৪। গ্রুপটা যে কঠিন তা অনূর্ধ্ব-১৭ দলের কোচ সাইফুল বারী টিটুর কণ্ঠেও উচ্চারিত হলো।
টিটু বলেন, ‘আমাদের জন্য গ্রুপটা অনেক কঠিন। আমরা এখানে ভালো উদ্দেশ্য নিয়ে এসেছি। ফুটবলারদের সক্ষমতা প্রমাণের জন্য এটা দারূণ একটা মঞ্চ। আমি আশা করি দলের অনেক খেলোয়াড় আগামীতে জাতীয় দলে খেলবে। সিনিয়র দল ও অনূর্ধ্ব ২০ দলের মেয়েরা এশিয়ান কাপের মূল পর্ব নিশ্চিত করেছে। এই দল নিয়েও ভালো কিছু প্রত্যাশা করছি।’
বাছাইয়ের অন্য গ্রুপগুলোর মতো বাংলাদেশের গ্রুপ থেকেও একটি মাত্র দল অনূর্ধ্ব-১৭ নারী এশিয়ান কাপের মূলপর্বের টিকিট পাবে। ২০২৬ সালের ৩০ এপ্রিল এই আসর বসবে চীনে। তাতে মোট ১২টি দল অংশ নিবে; বাছাইয়ের ৮ গ্রুপ থেকে ৮টি, স্বাগতিকরা সরাসরিই সুযোগ পেয়েছে, সরাসরি সুযোগ মিলেছে আগের আসরের সেরা তিন দল উত্তর কোরিয়া, জাপান ও দক্ষিণ কোরিয়ার।
বাংলাদেশ চাইনিজ তাইপের বিপক্ষে মুখোমুখি হবে আগামী ১৭ অক্টোবর।
এবি/টিকে