অমিত শাহের পরিসংখ্যানকে মিথ্যা বললেন আসাদুদ্দিন ওয়াইসি

ভারতের ডেমোগ্রাফি (জনসংখ্যাতত্ত্ব) ‘বদলে’ অনুপ্রবেশ দায়ী-মন্তব্যে মোদির সুরেই সুর মেলালেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। হিন্দু-সংখ্যাগরিষ্ঠ দেশটিতে হঠাৎ মুসলিম জনসংখ্যা বৃদ্ধির নেপথ্যে পাকিস্তান ও বাংলাদেশের অনুপ্রবেশকেই দায়ী করলেন অমিত।

শুক্রবার নয়াদিল্লির এক অনুষ্ঠানে এই মন্তব্য করেন তিনি। রোববার অমিত শাহের এই পরিসংখ্যানকে মিথ্যা বলে পালটা মন্তব্য করেন অল ইন্ডিয়া মজলিশ-ই-ইত্তেহাদুল মুসলিমীন (এআইএমআইএম) প্রধান আসাদুদ্দিন ওয়াইসি। এনডিটিভি।

সংবাদসংস্থা পিটিআই-র এক প্রতিবেদন অনুযায়ী, নয়াদিল্লির ওই অনুষ্ঠানে যোগ দিয়ে অমিত শাহ বললেন, ‘এদেশে হিন্দুদের সংখ্যা কমার নেপথ্যে ধর্মের কোনো বিশেষ ভূমিকা নেই। অন্যদিকে মুসলিম জনসংখ্যা বৃদ্ধির কারণ আবার মোটেই বাড়ন্ত জন্মহার নয়। বরং, বিরাট সংখ্যায় অনুপ্রবেশ।’

এরপরেই একটি পরিসংখ্যান তুলে ধরে তিনি বলেন, ‘দেশের মুসলিমদের সংখ্যা ২৪.৬ শতাংশ বৃদ্ধি পেয়েছে। অন্যদিকে হিন্দু জনগণের সংখ্যা কমেছে ৪.৫ শতাংশ। এমন ভাববেন না যে দেশে ধর্ম নির্বিশেষে জন্মহার কমছে। বরং অত্যাধিক অনুপ্রবেশের কারণেই এই পরিস্থিতি তৈরি হয়েছে। দেশভাগের পর পাকিস্তান দুদিকেই ধর্মের ভিত্তিতে দেশ গড়েছিল। এবার সেই বাংলাদেশ আর পাকিস্তান থেকে অনুপ্রবেশকারীরা এদেশে ঢুকে পড়ছে।’

সমস্যা যেমন রয়েছে, সমাধানও রয়েছে। শাহের কথায়, জনসংখ্যার এই বৈষম্য ১৯৫১ সাল থেকে ২০১১ সাল পর্যন্ত প্রতিটি জনগণনায় ধরা পড়েছে। কিন্তু বর্তমানে তা রুখতে তিনটি ধাপে শুরু হয়েছে অনুপ্রবেশদমন প্রক্রিয়া।

শাহের কথায়, ‘কেন্দ্র অনুপ্রবেশকারীদের চিহ্নিত করে, তাদের নাম ভোটার তালিকা থেকে মুছে, সব শেষে তাদের আবার নিজ দেশে পাঠিয়ে দিচ্ছে।’ অবশ্য শাহের এই মন্তব্যকে রাজনৈতিক হাতিয়ার বলেই সমালোচনা করেছে কংগ্রেস।

তবে অনুপ্রবেশ সম্পর্কে ‘অমিত দর্শন’ আপাদমস্তক মিথ্যা বলে মন্তব্য করেন অল ইন্ডিয়া মজলিশ-ই-ইত্তেহাদুল মুসলিমীন (এআইএমআইএম) প্রধান আসাদুদ্দিন ওয়াইসি।

রোববার এক সাক্ষাৎকারে তিনি বলেন, প্রথম আদমশুমারি থেকে ২০১১ সালের আদমশুমারি পর্যন্ত মুসলিম জনসংখ্যা ৪.৪ শতাংশ বৃদ্ধি পেয়েছে। এরপর অমিত শাহকে কটাক্ষ করে তিনি বলেছেন, তার গণিত ‘দুর্বল’।

ওয়াইসি বলেন, ‘অমিত শাহ জনসংখ্যা নিয়ে বিবৃতি দিয়েছেন। তিনি মিথ্যার পর মিথ্যা বলছেন। যদি কোথাও ১০ জন মানুষ থাকে এবং ১০ জন বৃদ্ধি পায়, তাহলে এটি ১০০ শতাংশ বৃদ্ধির মতো দেখাবে। আমি জানি না অমিত শাহের গণিত এত দুর্বল কি না’।

উল্লেখ্য, এর আগে স্বাধীনতা দিবসের দিন (১৫ আগস্ট) লালকেল্লা থেকে দেশের ডেমোগ্রাফি ‘বদল’ প্রসঙ্গটি সামনে আনেন মোদি।

টিজে/টিকে

Share this news on:

সর্বশেষ

img
ইসরায়েলি পার্লামেন্টে আরব ও মুসলিম বিশ্বের প্রশংসা করলেন ট্রাম্প Oct 13, 2025
img
নির্বাচনে পক্ষপাতদুষ্ট আচরণ করলে বিভাগীয় ব্যবস্থা : ডিএমপি কমিশনার Oct 13, 2025
img
দেশে ফিরে বিএনপির নির্বাচনী প্রচারণায় নেতৃত্ব দেবেন তারেক রহমান: আমান Oct 13, 2025
img

বাংলাদেশ ক্রিকেট

বিশ্বকাপে কোয়ালিফাইয়ের পথ ব্যাখ্যা করল বিসিবি Oct 13, 2025
img
গাজীপুরে ৯ দফা দাবিতে শ্রমিকদের বিক্ষোভ Oct 13, 2025
img
ব্যক্তির নামে থাকা ১৬ শিক্ষাপ্রতিষ্ঠানের নাম পরিবর্তন Oct 13, 2025
img
ইসিতে এবার শাপলা প্রতীকের দাবি করলো বাংলাদেশ কংগ্রেস Oct 13, 2025
img
গাজা সম্মেলনে যোগ দিচ্ছেন না নেতানিয়াহু Oct 13, 2025
img
ছাত্ররাজনীতির মডেল দেখিয়েছে শিবির : সাদিক কায়েম Oct 13, 2025
যুদ্ধবিরতির মধ্যেই খুন ফিলিস্তিনি সাংবাদিক আলজাফারউই Oct 13, 2025
img
এমপিওভুক্ত শিক্ষকদের পাশে জামায়াত, খেলাফত মজলিস ও ইনকিলাব মঞ্চ Oct 13, 2025
img
আরেকটি ১/১১-এর মাধ্যমে আ. লীগ ফিরলে কারো রক্ষা হবে না : রাশেদ খান Oct 13, 2025
img
অবশিষ্ট ১৩ জিম্মিকেও মুক্তি দিলো ফিলিস্তিনি গোষ্ঠী Oct 13, 2025
img
কক্সবাজার বিমানবন্দরকে আন্তর্জাতিক বিমানবন্দর ঘোষণা Oct 13, 2025
খ্রিস্টান সম্প্রদায়ের সাথে মির্জা ফখরুলের মত বিনিময় Oct 13, 2025
প্রাথমিক বিদ্যালয়ে সঙ্গীতের শিক্ষক নিয়োগের বিষয়ে ধর্ম উপদেষ্টার প্রতিক্রিয়া Oct 13, 2025
যে দাবিতে মাঠে ঢাকা কলেজ- ইডেন কলেজ সহ ৭ কলেজের শিক্ষার্থীরা Oct 13, 2025
'শিবির শতভাগ পিওর ও খাঁটি প্যানেল' Oct 13, 2025
img
নিষিদ্ধ ছাত্রলীগের কেন্দ্রীয় ও ঢাবি শাখার ২ নেতা গ্রেপ্তার Oct 13, 2025
img
গাজায় পৌঁছাল ফিলিস্তিনি বন্দিদের বহনকারী প্রথম বাস Oct 13, 2025