বাড়িভাড়া বৃদ্ধিসহ তিন দাবিতে আন্দোলনরত এমপিওভুক্ত শিক্ষকদের সঙ্গে একাত্মতা জানিয়েছে বিভিন্ন রাজনৈতিক দল। সরকারকে শিক্ষকদের যৌক্তিক দাবি মেনে নেয়ারও আহ্বান জানিয়ে দলগুলোর নেতারা। সোমবার (১৩ অক্টোবর) বাংলাদেশ জামায়াতে ইসলামী, খেলাফত মজলিস ও ইনকিলাব মঞ্চের নেতারা শহীদ মিনারে উপস্থিত হয়ে শিক্ষকদের আন্দোলনের সঙ্গে একাত্মতা জানান।
সংহতি জানিয়ে জামায়াতের নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান বলেন, অল্প বেতনে শিক্ষকরা মানবেতর জীবন যাপন করছেন। প্রধান উপদেষ্টার একমাত্র কাজ হবে শিক্ষকদের ক্লাসে ফিরে যাওয়ার ব্যবস্থা করা। সময় থাকতে দ্রুত এ বিষয়ে পদক্ষেপ নিতে হবে। সামনের নির্বাচনে শিক্ষকদের অনেক কাজ রয়েছে। অতএব, নির্বাচনের আগে তাদের দাবি নিয়ে সরকারের কাজ করা উচিত।
শিক্ষকদের আন্দোলন পুলিশ দিয়ে দমানোর চেষ্টারও প্রতিবাদ জানান তিনি। বলেন, ‘শিক্ষকদের সাথে এ ধরনের আচরণ কাম্য নয়।’ শিক্ষকদের আন্দোলনকে যৌক্তিক উল্লেখ করে খেলাফত মজলিসের নায়েবে আমির সাখাওয়াত হোসাইন রাজী সাখাওয়াত হোসেন বলেন, শিক্ষকদের দাবির সঙ্গে আমরা একমত প্রকাশ করছি। সরকারের উচিত তাদের সঙ্গে আলোচনা করে দাবি মেনে নেয়া। শিক্ষকদের লাঠিপেটা করা কোনোভাবেই কাম্য নয়।
ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ওসমান হাদি, দেশে সবচেয়ে বেশি মানবেতর জীবনযাপন করেন শিক্ষকরা। প্রতিটি পদে পদে তাদের হয়রানির শিকার হতে হয়। খালি মুখে মুখে শিক্ষকদের সম্মান দেয়া হয়। বাস্তবে তার উল্টো। ইনকিলাব মঞ্চ শিক্ষকদের দাবির সঙ্গে একাত্মতা প্রকাশ করছি।
এসএস/এসএন