মিশরে হতে যাওয়া গাজা শান্তি সম্মেলনে যোগ দিতে মধ্যপ্রাচ্য সফরের অংশ হিসেবে ইসরাইলে পৌঁছেছেন মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। ইসরাইলে অবতরণের আগে সাংবাদিকদের তিনি জানিয়েছেন, ফিলিস্তিনের গাজায় সফরে যেতে পারেলে তিনি সম্মানিত বোধ করবেন।
সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়, সোমবার (১৩ অক্টোবর) স্থানীয় সময় সকালে ১০টার কিছু আগে দেশটির বেন গুরিয়ন বিমানবন্দরে অবতরণ করেন ডনাল্ড ট্রাম্প। অবতরণের আগে এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি জানান, গাজা সফরে যেতে পারলে সম্মানিত বোধ করবেন তিনি। গাজায় যেতে চান কি না এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, ‘আমি না গিয়েও জায়গাটিকে খুব ভালোভাবে চিনি। আমি যেতে চাই, অন্তত পা রাখতে চাই সেখানে।’
তিনি আরও বলেন, ‘আমরা মনে হয় আগামী কয়েক দশকের মধ্যে অলৌকিক কিছু পরিবর্তন হতে যাচ্ছে। তবে খুব দ্রুত কিছু করা ঠিক হবে না। আপনাকে সঠিক গতিতে এগোতে হবে, খুব দ্রুত করলে কিছু করা যাবে না।’
তেল আবিবে অবতরণের পর ডনাল্ড ট্রাম্প ইসরাইলি প্রধানমন্ত্রীর সঙ্গে জেরুজালেমের উদ্দেশে রওয়ানা হয়েছেন। যেখানে তিনি ইসরাইলের পার্লামেন্ট নেসেটে ভাষণ দেবেন। এছাড়া কিছু জিম্মির পরিবারের সাথেও ট্রাম্পের সাক্ষাৎ হওয়ার কথা রয়েছে।
এরপর, ট্রাম্প গাজা শান্তি সম্মেলনে যোগ দিতে মিশরের পর্যটন শহর শার্ম আল-শেখ যাবেন। ওই অনুষ্ঠানের সহ-সভাপতিত্ব করবেন মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসি ও ট্রাম্প নিজে। বিশ্বের ২০টির বেশি দেশের শীর্ষপর্যায়ের নেতারা এই সম্মেলনে যোগ দেবেন। এরইমধ্যে মিশরে পৌঁছেছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারসহ বিভিন্ন দেশের নেতারা।
এবি/টিকে