চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনের দিনে তাৎক্ষণিক অভিযোগ নিষ্পত্তির জন্য ‘ইমার্জেন্সি রেসপন্স টিম’ গঠনের দাবি জানিয়েছে ইসলামী ছাত্রশিবির সমর্থিত ‘সম্প্রীতির শিক্ষার্থী জোট’। সোমবার (১৩ অক্টোবর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের বুদ্ধিজীবী চত্বরে আয়োজিত সংবাদ সম্মেলনে প্যানেলের জিএস প্রার্থী সাঈদ বিন হাবিব লিখিত বক্তব্যে এ দাবি জানান।
সাঈদ বিন হাবিব বলেন, নির্বাচনের দিনই জরুরি ভিত্তিতে অভিযোগ সমাধান করার জন্য প্রশাসন ও প্রতিটি প্যানেলের প্রতিনিধি নিয়ে একটি বিশেষ টিম থাকা প্রয়োজন। এতে অভিযোগগুলো স্বচ্ছ ও দ্রুত নিষ্পত্তি সম্ভব হবে।
তিনি অভিযোগ করেন, নির্বাচন ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমে মিথ্যা তথ্য, বিভ্রান্তি ও সাইবার বুলিং বেড়েছে। বিভিন্ন প্রার্থী ও সংগঠনের ভাবমূর্তি নষ্ট করতে ভুয়া পোস্ট ছড়ানো হচ্ছে। কিন্তু প্রশাসন এখনো কার্যকর পদক্ষেপ নেয়নি। হাবিব আরও বলেন, নির্বাচনে অংশ নেওয়া প্রার্থীদের বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ প্রশাসনের কাছে দাখিল করা হলেও দৃশ্যমান কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। তাই নির্বাচনের দিনই অভিযোগ সমাধানের জন্য ‘ইমার্জেন্সি রেসপন্স টিম’ থাকা জরুরি।
প্রসঙ্গত, আগামী ১৫ অক্টোবর (বুধবার) চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে দীর্ঘ ৩৬ বছর পর চাকসু ও হল সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে।
ইউটি/টিএ