নেতানিয়াহুকে ক্ষমার আহ্বান ট্রাম্পের

দুর্নীতির তিনটি মামলায় বিচারাধীন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে ক্ষমা করে দেওয়ার আহ্বান জানিয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার ইসরায়েলি পার্লামেন্ট নেসেটে বক্তৃতা দিতে গিয়ে প্রেসিডেন্ট আইজ্যাক হারজগের প্রতি এই আহ্বান জানান তিনি।

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ও তার স্ত্রী সারার বিরুদ্ধে এক মামলায় বিলিয়নিয়ার ব্যবসায়ীদের কাছ থেকে প্রায় ২ লাখ ৬০ হাজার মার্কিন ডলারের বিলাসপণ্য উপহার নেওয়ার অভিযোগ রয়েছে। রাজনৈতিক সুবিধা প্রদানের বিনিময়ে তারা সিগার, গয়না ও শ্যাম্পেন ঘুষ হিসেবে নিয়েছিলেন বলে অভিযোগে বলা হয়েছে।

নেসেটে বক্তৃতার সময় রসিকতা করে ট্রাম্প বলেন, ‌‌‘‘সিগার আর শ্যাম্পেন; এসব নিয়ে মাথা ঘামায় কে? এরপর তিনি ঘনিষ্ঠ মিত্র বেঞ্জামিন নেতানিয়াহুকে ‘‘ইসরায়েলের যুদ্ধকালীন অন্যতম শ্রেষ্ঠ নেতা’’ হিসেবে অভিহিত করেন তিনি।

ইসরায়েলের প্রেসিডেন্ট আইজ্যাক হারজগকে উদ্দেশ করে মার্কিন প্রেসিডেন্ট বলেন, প্রেসিডেন্ট, আমার কাছে একটা ধারণা আছে। আপনি কেন তাকে ক্ষমা করে দেন না?

‘‘যাহোক, এসব কথা কিন্তু আমার বক্তৃতার লিখিত কপিতে ছিল না। আপনারা নিশ্চয়ই এটা জানেন। কিন্তু আমি এই ভদ্রলোককে (নেতানিয়াহু) বেশ পছন্দ করি।’’

নেতানিয়াহু তার বিরুদ্ধে আনা তিন মামলার সব অভিযোগ অস্বীকার করেছেন। তার সমর্থকরা এই দীর্ঘমেয়াদি বিচারপ্রক্রিয়াকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেছেন, উপহার গ্রহণের মামলার পাশাপাশি নেতানিয়াহুর বিরুদ্ধে আরও দুটি মামলা রয়েছে। এক মামলার অভিযোগে বলা হয়েছে, তিনি ইসরায়েলের দুটি গণমাধ্যমের সঙ্গে অনুকূল সংবাদ প্রচারের জন্য গোপন সমঝোতা করার চেষ্টা করেছিলেন।

২০২২ সালের শেষ দিকে শুরু হওয়া বর্তমান মেয়াদে বিচার বিভাগে ব্যাপক সংস্কারের প্রস্তাব দিয়েছিলেন নেতানিয়াহু। আদালতের ক্ষমতা দুর্বল করার প্রয়াস হিসেবে তিনি এই প্রস্তাব দিয়েছেন বলে অভিযোগ করেছেন সমালোচকরা। তার এই প্রস্তাবের প্রতিবাদে ইসরায়েলজুড়ে ব্যাপক বিক্ষোভ শুরু হয়। পরে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় যুদ্ধ শুরুর পর নেতানিয়াহুবিরোধী সেই বিক্ষোভ থেমে যায়।

এছাড়া গাজায় হামাসের বিরুদ্ধে যুদ্ধ শুরুর নির্দেশ দেওয়ায় আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) নেতানিয়াহুর বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগে গ্রেপ্তারি পরোয়ানাও জারি করেছে। তবে নেসেট দেওয়া বক্তৃতায় আন্তর্জাতিক আদালতের এই মামলার বিষয়ে কিছু বলেননি ট্রাম্প। যদিও এর আগে আইসিসির পরোয়ানার নিন্দা ও সংস্থাটির কিছু কর্মীর ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র।

ইউটি/এসএন

Share this news on:

সর্বশেষ

img
মেক্সিকোতে ভয়াবহ বন্যায় প্রাণ গেল ৬৪ জনের, নিখোঁজ ৬৫ Oct 13, 2025
img
বাংলাদেশের মাথাপিছু জলবায়ু ঋণ প্রায় ৮০ ডলার Oct 13, 2025
img
মাঠেই হার্ট অ্যাটাক, বোলিং করার সময় প্রাণ হারালেন ভারতীয় ক্রিকেটার Oct 13, 2025
img
শেষ মুহূর্তের প্রচারণায় সরগরম চবি ক্যাম্পাস Oct 13, 2025
img
হু হু করে বাড়ল সোনার দাম, ভরি প্রতি ২১৩৭১৯ টাকা! Oct 13, 2025
img
দেশের গণতন্ত্র, মানবাধিকার ও ভোটাধিকার আজ বিপন্ন : মোহাম্মদ শাহজাহান Oct 13, 2025
img
গাজা যুদ্ধবিরতি সম্মেলনে বিশ্বনেতাদের সঙ্গে ফিলিস্তিনের রাষ্ট্রপতির সাক্ষাৎ Oct 13, 2025
img
দেশ ছেড়ে পালালেন মাদাগাস্কারের প্রেসিডেন্ট Oct 13, 2025
img
অনুশীলন শেষে ইয়ামালকে নিয়ে গেলেন নিকি Oct 13, 2025
img
শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ইতিবাচক পরিবর্তন স্পষ্ট : স্থানীয় সরকার সচিব Oct 13, 2025
img
ক্রয়-বিক্রয় চুক্তির আওতায় আমদানিতে ছাড় দিল কেন্দ্রীয় ব্যাংক Oct 13, 2025
img
আপনি চাকরিপ্রার্থী নন চাকরি সৃষ্টিকারী, তরুণদের উদ্দেশ্যে ড. ইউনূস Oct 13, 2025
রাজনীতিবিদ ও আমলাদের ধুয়ে দিলেন ওসমান হাদী! Oct 13, 2025
ট্রাম্পের হুমকিতে ভয় পায় না চীন! Oct 13, 2025
এনটিআরসিএ ভবনে উত্তেজনা! শিক্ষকদের সরিয়ে দিচ্ছে পুলিশ Oct 13, 2025
জনগণের স্বাস্থ্য অধিকার নিশ্চিতে বড় উদ্যোগ নিয়েছেন তারেক রহমান: নয়ন Oct 13, 2025
উপদেষ্টাকে ট্রেনের গতি পরীক্ষার আহ্বান জানালেন মিলন Oct 13, 2025
img
পডকাস্টে তামান্নাকে নিয়ে অশোভনীয় মন্তব্য, বিতর্কে আন্নু কাপুর Oct 13, 2025
img
প্রধান বিচারপতির সঙ্গে সৌজন্য সাক্ষাতে সুইডেন ও নরওয়ের ৯ তরুণ রাজনীতিবিদ Oct 13, 2025
img
মানুষ ধীরে ধীরে বিএনপি থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে : সারজিস Oct 13, 2025