জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, শুধু আসনের রাজনীতির জন্য এনসিপি কারো সঙ্গে জোট করবে না। যদি কেউ পরিবর্তনের কমিটমেন্ট দিতে পারে এবং কাজে সেটি প্রমাণ করার মতো হয় তাহলে এনসিপি সময়ের প্রয়োজনে দেশের স্বার্থে ইলেকটোরাল অ্যালায়েন্সের দিকে যেতে পারে। আবার যদি দেখি এসব শুধু কথার ফুলঝুড়ি, সেক্ষেত্রে এনসিপি একক নির্বাচনের দিকে যাবে। তবে ইলেকটোরাল অ্যালায়েন্স হলেও এনসিপি অন্য কোনো প্রতীকে নয়, কেবল শাপলা প্রতীকেই নির্বাচন করবে।
সোমবার (১৩ অক্টোবর) সন্ধ্যায় শেরপুরে উৎসব কমিউনিটি সেন্টার হলরুমে এনসিপি’র শেরপুরে জেলা ও উপজেলা নেতাকর্মীদের সঙ্গে সমন্বয় সভা শেষে উপস্থিত সাংবাদিকদের সঙ্গে কথা প্রসঙ্গে সারজিস আলম এসব কথা বলেন। তিনি বলেন, অভ্যুত্থানের আকাঙ্ক্ষাকে ধারণ করে সংস্কারের পক্ষে থাকবে এবং ভারতীয় আধিপত্যের বিরুদ্ধে থেকে যারা কাজ করবে তাদের সঙ্গে আমরা জোটবদ্ধ হব।
শাপলা প্রতীক না পেলে নির্বাচন করবেন কী-না সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে এনসিপি নেতা সারজিস আলম বলেন, আমরা এখন পর্যন্ত নির্বাচন, সংবিধান বিশেষজ্ঞসহ যতজনের সঙ্গেই কথা বলেছি, তাদের কেউই শাপলা প্রতীক পেতে আইনগত কোনো বাধা নেই বলে জানিয়েছেন। যেহেতু আইনগত কোনো বাধা নেই আমরা বিশ্বাস করি নির্বাচন কমিশনের মতো একটি স্বাধীন সাংবিধানিক প্রতিষ্ঠান অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে এই স্বেচ্ছাচারী আচরণ একটি রাজনৈতিক দলের সঙ্গে করবে না।
আমরা অবশ্যই শাপলা প্রতীক পাব এবং শাপলা প্রতীক নিয়েই নির্বাচনে অংশগ্রহণ করব।
পিআর পদ্ধতি নিয়ে তিনি বলেন, পিআর পদ্ধতি নিয়ে এনসিপির অবস্থান স্পষ্ট। আমরা উচ্চকক্ষে পিআর চাই, নিম্নকক্ষে পিআর চাই না, যেটি ঐকমত্য কমিশনে বারবার বলেছি।
বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে উচ্চকক্ষে পিআর-এর মাধ্যমে আমরা দেখি এটি কতটুকু বাস্তবায়নযোগ্য বা ফলপ্রসূ হচ্ছে।
এটা দিয়ে বাংলাদেশ উপকৃত হচ্ছে কিনা। পরবর্তীতে দেশের মানুষের চাওয়া-পাওয়াই ঠিক করবে রাজনৈতিক দলগুলো নিম্নকক্ষে পিআর চাইবে কী-না।
এর আগে একই ভেন্যুতে উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম এনসিপি’র শেরপুর জেলা ও উপজেলা নেতাকর্মীদের সঙ্গে এক সমন্বয় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন। এনসিপি’র শেরপুর জেলা সমন্বয় কমিটির প্রধান সমন্বয়ক ইঞ্জিনিয়ার মো. লিখন মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত এ সমন্বয় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন ময়মনসিংহ বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আশিকিন আলম। এ সমন্বয় সভায় জেলা ও উপজেলা পর্যায়ের এনসিপি নেতৃবৃন্দ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক নেতৃবৃন্দ ও জুলাই যোদ্ধারা উপস্থিত ছিলেন।
পিএ/টিএ