আয়ারল্যান্ডের উপ-প্রধানমন্ত্রী এবং পররাষ্ট্র ও বাণিজ্যমন্ত্রী সাইমন হ্যারিস বলেছেন, যুদ্ধবিরতির পর জাতিসংঘ ও অন্যান্য সাহায্য সংস্থাগুলো ত্রাণ কার্যক্রম বাড়ানোর প্রস্তুতি নেওয়ায় তার দেশ গাজার জনগণের জন্য অতিরিক্ত ৬০ লক্ষ ইউরো (প্রায় ৬৫ লক্ষ মার্কিন ডলার) মানবিক সহায়তা প্রদান করবে।
যুদ্ধবিরতির পর জাতিসংঘ ও অন্যান্য সাহায্য সংস্থাগুলো ত্রাণ কার্যক্রম বাড়ানোর প্রস্তুতি নেওয়ায় এমন পদক্ষেপ নিল দেশটি।
হ্যারিস বলেন, "মানবিক সহায়তার ওপর অবরোধের ফলে গাজার মানুষের জন্য দুর্ভিক্ষ এবং অবর্ণনীয় ভয়াবহতা নেমে এসেছে।"
তিনি আরও বলেন, "ইসরায়েলকে অবশ্যই গাজার মানুষের কাছে মানবিক সহায়তা পৌঁছানো সহজ করার জন্য সম্ভাব্য সবকিছু করতে হবে এবং এই যুদ্ধে বিধ্বস্ত জীবনগুলো রক্ষা ও পুনর্গঠনের প্রচেষ্টায় আন্তর্জাতিক সম্প্রদায়কে ঐক্যবদ্ধ হতে হবে।"
তথ্যসূত্র: আল জাজিরা
পিএ/টিএ