'পাকিস্তান এবং ভারত খুব শান্তিতে একসঙ্গে থাকবে' বলে আবারো আলোচনার তুঙ্গে চলে এসেছেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। 'গাজা পিস সামিট-২০২৫' এ বেশ কিছু মজার ঘটনা এবার সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হচ্ছে।
একদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উপস্থিতি এই সামিট কে বেশ আলোচিত করে রেখেছে অন্যদিকে বিশ্বের অন্যান্য প্রভাবশালী নেতাদের মধ্যে একে অপরের সঙ্গে করা খুনসুটিগুলোও ভাইরাল হচ্ছে।
তার মধ্যেই ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ভারত একটি অসাধারণ দেশ এবং আমার মিত্র দেশের তালিকায় প্রথমদিকে থাকে দেশটি। তারা দারুণ করছে। এসময় ট্রাম্প বলেন, আমার মনেহয়, পাকিস্তান এবং ভারত একসঙ্গে বেশ শান্তিতে বসবাস করবে। এই বলে তিনি পিছনে দাঁড়িয়ে থাকা পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের দিকে তাকিয়ে জিজ্ঞাস করেন, থাকবেন তো? তখন শাহবাজ শরীফও বেশ হাস্যোজ্জ্বল ভঙ্গিমে মাথা নাড়ান।
এরপর ট্রাম্প নিজেই বলেন, তারা থাকবেন (শান্তিতে)। আমি জানি দুটি দেশের নেতারা অসাধারণ।
ইএ/টিকে