রাজধানীর রূপনগরের শিয়ালবাড়ি প্রিন্টিং কারখানা ও কেমিক্যাল গোডাউনে আগুনের ঘটনায় দগ্ধ হয়ে জাতীয় বার্নে ইনস্টিটিউটে চিকিৎসা নিচ্ছেন ৩। তারা হলেন-মো সুরুজ (৩০) ও মো. মামুন (৩৫) এবং সোহেল।
মঙ্গলবার (১৪ অক্টোবর) দুপুর ২টার দিকে দগ্ধ অবস্থায় তাদের ৩ জনকে উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে জরুরি বিভাগে নিয়ে আসা হয়। তারা চিকিৎসাধীন রয়েছেন।
জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. শাওন বিন রহমান জানান, রূপনগরের শিয়ালবাড়ি পোশাক কারখানা ও কেমিক্যাল গোডাউনে আগুনে ঘটনায় আমাদের এখানে ৩জন এসেছেন। সুরুজের ২ শতাংশ দগ্ধ হয়েছে ও মামুন এবং সোহেলের (৩২) ইনহ্যালেশন ইনজুরি রয়েছে।
তাদেরকে অবজারভেশনে রাখা হয়েছে বলেও জানান তিনি।
আহত মামুনের আত্মীয় জোসনা জানান, মামুন ও সোহেল এআর ফ্যাশনে চাকরি করেন। মামুন কাটিং মাস্টার হিসেবে এবং সোহেল ফিনিশিংয়ের কাজ করেন। অন্যদিকে সুরুজ এই গার্মেন্টসে অর্ডার দেওয়া ছিল সেগুলো কোয়ালিটি চেক করার জন্য এসেছিলেন।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, রূপনগরে দুটি গোডাউনে লাগা আগুন বিভিন্ন দিকে ছড়িয়ে পড়েছে। তাই আগুন নেভাতে বেগ পেতে হচ্ছে ফায়ার সার্ভিসকে। এই দুই স্থাপনার আশপাশে আরও অনেক কারখানা আছে, ওইসব কারখানাতেও আগুন ছড়িয়ে পড়েছে। এসব কারখানায় আগুন লাগার কারণে প্রচণ্ড ধোঁয়ার সৃষ্টি হয়েছে এবং আগুনের কুণ্ডলী দেখা যাচ্ছে। ফায়ার সার্ভিসের কর্মীরা এখনো ভেতরে প্রবেশ করতে পারছেন না। তারা নির্দিষ্ট দূরত্ব থেকে এবং যতটুকু পারা যায় কাছে গিয়ে আগুন নেভানোর চেষ্টা করছেন।
এ বিষয়ে রূপনগর থানা পুলিশ সূত্রে জানা গেছে, ঘটনাস্থলে ফায়ার সার্ভিসকে সহযোগিতা করতে এবং শৃঙ্খলা বজায় রাখতে পুলিশের পাশাপাশি সেনাবাহিনীর সদস্যদের মোতায়ন করা হয়েছে। আগুন নেভাতে ফায়ার সার্ভিসের লোকজন কাজ করছেন, আর পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনীর পাশাপাশি পুলিশও কাজ করছে, যাতে আগুন নেভানোর সময় এখানে কোনো ধরনের বিশৃঙ্খলার সৃষ্টি না হয়।
এসএন