দেশের চাহিদা মেটাতে এক লাখ ৩০ হাজার মেট্রিক টন সার ও ১৫ হাজার মেট্রিক টন চিনি কেনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এ জন্য মোট ব্যয় হবে ৮৯৫ কোটি ৫৪ লাখ টাকা।
মঙ্গলবার (১৪ অক্টোবর) সচিবালয়ে সরকারি ক্রয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে এ সংক্রান্ত প্রস্তাবগুলো অনুমোদন করা হয়। কমিটির সভাপতি অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ ভার্চুয়ালি বৈঠকে অংশ নেন।
সার আমদানির জন্য মোট ব্যয় ধরা হয়েছে ৭২২ কোটি ১৭ লাখ টাকা। এর মধ্যে কানাডা থেকে ৪০ হাজার টন এমওপি সার আমদানি করা হবে ১৭৪ কোটি ৪২ লাখ টাকায়। মরক্কো থেকে ৩০ হাজার টন সার আসবে ২০৮ কোটি ৮১ লাখ টাকায়। সৌদি আরব থেকে ৩০ হাজার টন ইউরিয়া সার আমদানিতে ব্যয় হবে ১৫৫ কোটি ৪৫ লাখ টাকা।
আর কাফকোর কাছ থেকে ৩০ হাজার টন ইউরিয়া সার কেনা হবে ১৪৩ কোটি ৪৮ লাখ টাকায়।
এ ছাড়া বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশন (বিএসএফআইসি) থেকে কেজিপ্রতি ১১৫ টাকা ৫৮ পয়সা দরে ১৫ হাজার মেট্রিক টন চিনি কেনা হবে ১৭৩ কোটি ৩৭ লাখ টাকায়।
আইকে/এসএন