লাহোরে স্পিনারদের নিয়ন্ত্রিত বোলিং, কঠিন লক্ষ্য প্রোটিয়াদের সামনে

প্রথম ইনিংসে ১৬ রানে শেষ ৫ উইকেট হারালেও ৩৭৮ রানের বড় সংগ্রহ পেয়েছিল পাকিস্তান। জবাবে টনি ডি জর্জির সেঞ্চুরি ও রায়ান রিকেলটনের ৭১ রানের ইনিংসের পরও ২৬৯ রানে গুটিয়ে যায় দক্ষিণ আফ্রিকা। ১০৯ রানের বিশাল লিড পাওয়া পাকিস্তান দ্বিতীয় ইনিংসে আর সুবিধা করতে পারেনি, গুটিয়ে গেছে ১৬৭ রানেই। জয়ের জন্য প্রোটিয়াদের সামনে লক্ষ্য দাঁড়ায় ২৭৭ রান। লক্ষ্য তাড়া করতে নেমে বিপর্যয়ে দক্ষিণ আফ্রিকা।
মঙ্গলবার (১৪ অক্টোবর) লাহোর টেস্টের তৃতীয় দিনে জয়ের জন্য ২৭৭ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ২ উইকেটে ৫১ রান তুলে দিন শেষ করেছে দক্ষিণ আফ্রিকা।

এর আগে দ্বিতীয় ইনিংসে পাকিস্তান সেনুরান মুথুস্বামী ও সিমন হার্মারের তোপে ১৬৭ রানে গুটিয়ে গেছে। মুথিস্বামী দ্বিতীয় ইনিংসে ৫৭ রানে ৫ উইকেট শিকার করেছেন। এর আগে প্রথম ইনিংসেও ১১৭ রানে ৬ উইকেট শিকার করেছিলেন এই বাঁহাতি স্পিনার। আগের পাঁচ টেস্টে ১১ উইকেট শিকার করা মুথুস্বামী এই টেস্টের দুই ইনিংস মিলিয়েই শিকার করলেন ১১ উইকেট। হার্মার ৫১ রান খরচ করে পান ৪ উইকেট। বাকি উইকেটটি রাবাদার ঝুলিতে গেছে।



২৭৭ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে দক্ষিণ আফ্রিকা ৫১ রান তুলতে অধিনায়ক এইডেন মার্করাম ও উইয়ান মুল্ডারের উইকেট খুইয়েছে। জয়ের জন্য প্রোটিয়াদের দরকার এখনও ২২৬ রান, হাতে আছে ৮ উইকেট।
প্রথম ইনিংসে ৭১ রান করা রিকেলটন ক্রিজে আছেন ২৯ রান করে, সঙ্গী আগের ইনিংসের সেঞ্চুরিয়ান ডি জর্জি করেছেন ১৬ রান। পাকিস্তানের পক্ষে দুটি উইকেটই নিয়েছেন আগের ইনিংসে ৬ উইকেট নেয়া নোমান আলী।

এর আগে ব্যাট করতে নেমে দ্বিতীয় ওভারেই ইমাম-উল-হককে হারায় পাকিস্তান। হার্মারের বলে আউট হওয়ার আগে রানের খাতাও খুলতে পারেননি তিনি। দলীয় ৩৩ রানে হার্মারের দ্বিতীয় শিকারে পরিণত হন অধিনায়ক শান মাসুদ (৭)। দারুণ ব্যাট করছিলেন প্রথম ইনিংসে ২ রান করা আব্দুল্লাহ শফিক। মুথুস্বামী শিকার তাকে দিয়েই শুরু করেন। ৬ চারে ৪১ রান করেন শফিক।



৬৪ রানে ৩ উইকেট হারানো পাকিস্তানকে কক্ষপথে ফেরানোর চেষ্টা করছিলেন বাবর আজম। সৌদ শাকিলের সঙ্গে ৫৫ রানের জুটি গড়েন বাবর। বাবরকে লেগ বিফোরের ফাঁদে ফেলে এই জুটি ভাঙেন রাবাদা। ৫ চারে ৪২ রান করেন এই সাবেক অধিনায়ক।

ভালো খেলতে থাকা সৌদ শাকিলও ফেরেন সেট হয়ে। মুথুস্বামীর বলে ক্যাচ দেয়ার আগে ৭ চারে ৩৮ রান করেন শাকিল। ১৫০ রানে পঞ্চম উইকেট হারায় পাকিস্তান। এরপরের গল্পটা মুথুস্বামী আর হার্মারের। দুই স্পিনার মিলে পাকিস্তানের বাকি পাঁচ উইকেট তুলে নেন। পাকিস্তান শেষ পাঁচ উইকেট হারায় মাত্র ১৭ রানে। মোহাম্মদ রিজওয়ান ১৪, নোমান আলী ১১, সালমান আগা ৪ ও সাজিদ খান ১ রান করেন। রানের খুলতে পারেননি শাহিন আফ্রিদি ও হাসান আলী।

এসএস/এসএন

Share this news on:

সর্বশেষ

img

বিশ্বকাপ বাছাই

মেরিনোর জোড়া গোল, বুলগেরিয়াকে ৪-০ গোলে উড়িয়ে দিল স্পেন Oct 15, 2025
img

বিশ্বকাপ বাছাই

লাটভিয়াকে ৫-০ গোলে হারিয়ে বিশ্বকাপের টিকেট নিশ্চিত ইংল্যান্ডের Oct 15, 2025
img
ব্যর্থতার দায়ে বরখাস্ত সুইডেন কোচ Oct 15, 2025
সোচ্চারের জরিপে এগিয়ে থাকলো ছাত্রশিবির পিছয়ে ছাত্রদল Oct 15, 2025
img
বিশ্বে শক্তিশালী পাসপোর্টের সূচকে শীর্ষে সিঙ্গাপুর, বাংলাদেশের অবস্থান ১০০তম Oct 15, 2025
img
এল ক্লাসিকোয় অনিশ্চিত লেভানদোভস্কি Oct 15, 2025
মিরপুরের আগুনের ঘটনা নিয়ে যা বলছে ফায়ার সার্ভিস Oct 15, 2025
প্রটোকল ভঙ্গের অভিযোগে আলোচনায় প্রধান উপদেষ্টার রোম সাক্ষাৎ Oct 15, 2025
আ. লীগের মিছিলে অর্থ লেনদেন ঘিরে পুলিশের কড়া সতর্কতা Oct 15, 2025
ইন্দো–প্যাসিফিক অংশীদারিত্বে অস্ট্রেলিয়ার চোখ বাংলাদেশে Oct 15, 2025
সরকারের কাছে অনুরোধ, নিহত পরিবারকে আর্থিক অনুদান দেওয়া হোক: জামায়াতের আমির Oct 15, 2025
কুমিল্লা ভিক্টোরিয়া কলেজে শিক্ষকদের দিনব্যাপী কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি Oct 15, 2025
img
ভারতে চলন্ত বাসে আগুন, পুড়ে প্রাণ গেল অন্তত ১৯ জনের Oct 15, 2025
'আমি ৩০ সেকেন্ডে এমন কিছু বলবো, যেটা বাংলাদেশের পক্ষে যাবে' Oct 15, 2025
পিআর পদ্ধতিতে নির্বাচন নিয়ে জামায়াত নেতার বক্তব্য Oct 15, 2025
দুর্নীতি/বাজ জনপ্রশাসন সচিব নিয়োগ দিয়েছে সরকার বলছে জামায়াত Oct 15, 2025
img
রোনালদোর রেকর্ড, অল্পের জন্য বিশ্বকাপের টিকিট নিশ্চিত হলো না পর্তুগালের Oct 15, 2025
img
১৬ বছর পর আবারও ফিফা বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকা Oct 15, 2025
img
পাবলিক ইস্যু রুল-২০১৫ রহিত করে নতুন নীতিমালার খসড়া অনুমোদন Oct 15, 2025
img
চট্টগ্রামে ছুরিকাঘাতে প্রাণ গেল ছাত্রদল নেতার Oct 15, 2025