প্রথম ইনিংসে ১৬ রানে শেষ ৫ উইকেট হারালেও ৩৭৮ রানের বড় সংগ্রহ পেয়েছিল পাকিস্তান। জবাবে টনি ডি জর্জির সেঞ্চুরি ও রায়ান রিকেলটনের ৭১ রানের ইনিংসের পরও ২৬৯ রানে গুটিয়ে যায় দক্ষিণ আফ্রিকা। ১০৯ রানের বিশাল লিড পাওয়া পাকিস্তান দ্বিতীয় ইনিংসে আর সুবিধা করতে পারেনি, গুটিয়ে গেছে ১৬৭ রানেই। জয়ের জন্য প্রোটিয়াদের সামনে লক্ষ্য দাঁড়ায় ২৭৭ রান। লক্ষ্য তাড়া করতে নেমে বিপর্যয়ে দক্ষিণ আফ্রিকা।
মঙ্গলবার (১৪ অক্টোবর) লাহোর টেস্টের তৃতীয় দিনে জয়ের জন্য ২৭৭ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ২ উইকেটে ৫১ রান তুলে দিন শেষ করেছে দক্ষিণ আফ্রিকা।
এর আগে দ্বিতীয় ইনিংসে পাকিস্তান সেনুরান মুথুস্বামী ও সিমন হার্মারের তোপে ১৬৭ রানে গুটিয়ে গেছে। মুথিস্বামী দ্বিতীয় ইনিংসে ৫৭ রানে ৫ উইকেট শিকার করেছেন। এর আগে প্রথম ইনিংসেও ১১৭ রানে ৬ উইকেট শিকার করেছিলেন এই বাঁহাতি স্পিনার। আগের পাঁচ টেস্টে ১১ উইকেট শিকার করা মুথুস্বামী এই টেস্টের দুই ইনিংস মিলিয়েই শিকার করলেন ১১ উইকেট। হার্মার ৫১ রান খরচ করে পান ৪ উইকেট। বাকি উইকেটটি রাবাদার ঝুলিতে গেছে।
২৭৭ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে দক্ষিণ আফ্রিকা ৫১ রান তুলতে অধিনায়ক এইডেন মার্করাম ও উইয়ান মুল্ডারের উইকেট খুইয়েছে। জয়ের জন্য প্রোটিয়াদের দরকার এখনও ২২৬ রান, হাতে আছে ৮ উইকেট।
প্রথম ইনিংসে ৭১ রান করা রিকেলটন ক্রিজে আছেন ২৯ রান করে, সঙ্গী আগের ইনিংসের সেঞ্চুরিয়ান ডি জর্জি করেছেন ১৬ রান। পাকিস্তানের পক্ষে দুটি উইকেটই নিয়েছেন আগের ইনিংসে ৬ উইকেট নেয়া নোমান আলী।
এর আগে ব্যাট করতে নেমে দ্বিতীয় ওভারেই ইমাম-উল-হককে হারায় পাকিস্তান। হার্মারের বলে আউট হওয়ার আগে রানের খাতাও খুলতে পারেননি তিনি। দলীয় ৩৩ রানে হার্মারের দ্বিতীয় শিকারে পরিণত হন অধিনায়ক শান মাসুদ (৭)। দারুণ ব্যাট করছিলেন প্রথম ইনিংসে ২ রান করা আব্দুল্লাহ শফিক। মুথুস্বামী শিকার তাকে দিয়েই শুরু করেন। ৬ চারে ৪১ রান করেন শফিক।
৬৪ রানে ৩ উইকেট হারানো পাকিস্তানকে কক্ষপথে ফেরানোর চেষ্টা করছিলেন বাবর আজম। সৌদ শাকিলের সঙ্গে ৫৫ রানের জুটি গড়েন বাবর। বাবরকে লেগ বিফোরের ফাঁদে ফেলে এই জুটি ভাঙেন রাবাদা। ৫ চারে ৪২ রান করেন এই সাবেক অধিনায়ক।
ভালো খেলতে থাকা সৌদ শাকিলও ফেরেন সেট হয়ে। মুথুস্বামীর বলে ক্যাচ দেয়ার আগে ৭ চারে ৩৮ রান করেন শাকিল। ১৫০ রানে পঞ্চম উইকেট হারায় পাকিস্তান। এরপরের গল্পটা মুথুস্বামী আর হার্মারের। দুই স্পিনার মিলে পাকিস্তানের বাকি পাঁচ উইকেট তুলে নেন। পাকিস্তান শেষ পাঁচ উইকেট হারায় মাত্র ১৭ রানে। মোহাম্মদ রিজওয়ান ১৪, নোমান আলী ১১, সালমান আগা ৪ ও সাজিদ খান ১ রান করেন। রানের খুলতে পারেননি শাহিন আফ্রিদি ও হাসান আলী।
এসএস/এসএন