শিক্ষা ও স্বাস্থ্যখাতের উন্নয়নে কানাডার সহযোগিতা চাইলেন মেয়র

চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, চট্টগ্রামের টেকসই উন্নয়ন ও নাগরিকসেবা আধুনিকায়নে আন্তর্জাতিক সহযোগিতা অপরিহার্য। বিশেষ করে শিক্ষা, স্বাস্থ্য ও নবায়নযোগ্য জ্বালানি খাতে কানাডার অভিজ্ঞতা ও প্রযুক্তিগত সহায়তা নগর উন্নয়নে নতুন দিগন্ত উন্মোচন করবে।

মঙ্গলবার (১৪ অক্টোবর) চসিক কার্যালয়ে বাংলাদেশে নিযুক্ত কানাডার হাইকমিশনার অজিত সিং-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এ অভিমত ব্যক্ত করেন।

বৈঠকে মেয়র চট্টগ্রামের শিক্ষা, স্বাস্থ্য ও বাণিজ্য খাতের উন্নয়নে কানাডার সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের অংশীদারত্ব কামনা করেন। তিনি বলেন, চট্টগ্রাম হচ্ছে বাংলাদেশের বাণিজ্যিক প্রবেশদ্বার। এখানে যৌথ বিনিয়োগের মাধ্যমে নতুন কর্মসংস্থান সৃষ্টি ও আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের অবস্থান আরও সুদৃঢ় করা সম্ভব।

মেয়র সভায় সোলার এনার্জি, নার্সিং শিক্ষা ও চামড়া শিল্প এই তিনটি ক্ষেত্রে সহযোগিতা বৃদ্ধির প্রস্তাব উপস্থাপন করেন।

তিনি বলেন, চসিক এলাকায় একটি যৌথ প্রজেক্টের মাধ্যমে কানাডা প্রযুক্তি স্থানান্তর, অর্থায়ন ও কারিগরি সহায়তার মাধ্যমে রুফটপ সোলার সিস্টেম, স্ট্রিটলাইট সোলার সিস্টেম এবং বর্জ্য-থেকে-জ্বালানি প্রকল্প বাস্তবায়নে সহায়তা করতে পারে। এটি নগরীর কার্বন নিঃসরণ ও অবকাঠামোগত ব্যয় উল্লেখযোগ্যভাবে হ্রাস করবে।

মেয়র আরও বলেন, চট্টগ্রামের প্রিমিয়ার বিশ্ববিদ্যালয় ও চসিক পরিচালিত স্বাস্থ্য প্রশিক্ষণ কেন্দ্রগুলোর সহযোগিতায় কানাডিয়ান স্বাস্থ্য শিক্ষা প্রতিষ্ঠানের অংশগ্রহণে নার্সিং ও প্যারামেডিকদের মানোন্নয়নে একাডেমিক কার্যক্রম চালু করা যেতে পারে। এতে কানাডিয়ান বিশেষজ্ঞরা কারিকুলাম তৈরি, স্বল্পমেয়াদি প্রশিক্ষণ এবং অনলাইন সার্টিফিকেশন কোর্সে সহায়তা করতে পারেন, যা বাংলাদেশের নার্সদের দেশীয় ও আন্তর্জাতিক কর্মক্ষেত্রে দক্ষ করে তুলবে।

তিনি চামড়া শিল্পে কানাডার বিনিয়োগের ওপর গুরুত্বারোপ করে বলেন, চট্টগ্রামে কানাডার বিনিয়োগে একটি বিশেষায়িত লেদার প্রসেসিং এবং রপ্তানি অঞ্চল গড়ে তোলা গেলে তা দেশের রপ্তানি বহুমুখীকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এই বিশেষায়িত অঞ্চলটি পরিবেশবান্ধব চামড়া প্রক্রিয়াকরণ, বর্জ্য ব্যবস্থাপনা এবং মূল্য সংযোজিত উৎপাদন নিশ্চিত করবে।

বৈঠকে কানাডার হাইকমিশনার অজিত সিং বলেন, মেয়র যেসব বিষয় উল্লেখ করেছেন, সেগুলোর প্রতিটিই উন্নয়ন সহযোগিতার বাস্তব ক্ষেত্র তৈরি করে। কানাডায় সরকারি-বেসরকারি পর্যায়ে এমন বহু প্রতিষ্ঠান রয়েছে, যারা বাংলাদেশে বিনিয়োগ ও দক্ষতা বিনিময়ে আগ্রহী। কানাডা বাংলাদেশের টেকসই উন্নয়নযাত্রায় অংশীদার থাকতে চায়।

সভায় উপস্থিত ছিলেন কানাডার সিনিয়র ট্রেড কমিশনার ডেব্রা বয়েস, সিনিয়র পলিটিক্যাল কাউন্সিলর মার্কাস ডেভিয়েস, ট্রেড কমিশনার কামাল উদ্দিন এবং পলিটিক্যাল অ্যান্ড ইকোনমিক অ্যাডভাইজার নিসার আহমেদ।

চসিকের পক্ষে উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আশরাফুল আমিন, প্রধান শিক্ষা কর্মকর্তা ড. কিসিঞ্জার চাকমা, প্রধান প্রকৌশলী আনিসুর রহমান, প্রধান হিসাবরক্ষণ কর্মকর্তা হুমায়ুন কবির চৌধুরী প্রমুখ। প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক এস. এম. নছরুল কাদির ও রেজিস্ট্রার মোহাম্মদ ইফতেখার মনির।

এমকে/টিএ

Share this news on:

সর্বশেষ

img
দুই কোটি টাকার চুক্তিতে নতুন কনটেন্ট নির্মাণে রিপন মিয়া ! Oct 15, 2025
img
২৪ ঘণ্টায় বিশেষ অভিযানে গ্রেফতার ১৭৫৪ জন Oct 15, 2025
img
বিভ্রান্তি এড়াতে দলগুলোকে আরো দায়িত্বশীল হওয়া উচিত : শেখ রবিউল আলম Oct 15, 2025
img
সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল জাবি ছাত্রী Oct 15, 2025
img

চাকসু নির্বাচন : ২০২৫

ক্যাম্পাসে বহিরাগত প্রবেশ করেছেন, অভিযোগ শিবির প্রার্থীর Oct 15, 2025
img
শিক্ষা উপদেষ্টার বিরুদ্ধে আইনি নোটিশ Oct 15, 2025
img
বউ পরকীয়া করলে স্বামী গ্রহণ করবে না, নির্বাচনে কারচুপি করলে কে গ্রহণ করবে? প্রশ্ন ছাত্রদলের জিএস প্রার্থীর Oct 15, 2025
img
দূরত্ব আজ কোনো বাধাই নয় : অপু বিশ্বাস Oct 15, 2025
img

জুলাই গণহত্যা

হাসিনা-কামাল-মামুনের বিরুদ্ধে যুক্তিতর্কের চতুর্থ দিন আজ Oct 15, 2025
img
আগামী নির্বাচনে দুর্নীতিবাজদের মনোনয়ন না দেওয়ার আহ্বান দুদকের Oct 15, 2025
img
ব্যান্ডউইথ সংকটে বাংলাদেশ, সমাধানে কী ভাবছে সরকার ! Oct 15, 2025
img
চলছে চাকসু নির্বাচন, নজিরবিহীন নিরাপত্তা ব্যবস্থা Oct 15, 2025
img
মেট্রোরেল যাত্রীদের চলাচলে বড় সুখবর Oct 15, 2025
img

চাকসু নির্বাচন

২৫০ সিসিটিভি ক্যামেরায় চলছে পর্যবেক্ষণ  Oct 15, 2025
img
বিপিএলে সুখবর: ঘোষণা হলো প্লেয়ার্স ড্রাফটের তারিখ Oct 15, 2025
img
সরকারের নিরপেক্ষতা নিয়ে এখন সবাই প্রশ্ন করছে : মাসুদ কামাল Oct 15, 2025
img

যুক্তরাষ্ট্রে অর্থ উপদেষ্টা

সেবার মান উন্নয়নেই চট্টগ্রাম বন্দরের শুল্ক বৃদ্ধি Oct 15, 2025
img
‘মা তুমি ইড্ডা কী করলা, আমার জীবনডা শেষ করলা’ Oct 15, 2025
img
আমরা আর বাড়ি থেকে বাইরে যেতেই পারব না : ভিকি কৌশল Oct 15, 2025
সোশ্যাল মিডিয়ায় তনির নতুন জীবন ও প্রেমের গল্প Oct 15, 2025