টি-টোয়েন্টি সিরিজে আফগানিস্তানকে হোয়াইটওয়াশ করা বাংলাদেশ ওয়ানডেতেই পাত্তাই পায়নি। লজ্জার রেকর্ড গড়ে তাদের বিপক্ষে গতকাল (মঙ্গলবার) সর্বনিম্ন ৯৩ রানে অলআউট হয়েছে। ফলে হারও এসেছে আফগানদের বিপক্ষে ওয়ানডেতে সবচেয়ে বড় (২০০ রান) ব্যবধানে। এর মধ্য দিয়ে তিন ম্যাচের ওয়ানডেতে রশিদ খানদের কাছে হোয়াইটওয়াশ হলো মেহেদী হাসান মিরাজের দল। সিরিজজুড়ে নিজেদের ব্যর্থতার কথাও তিনি সরলভাবে স্বীকার করেছেন।
পুরো ওয়ানডে সিরিজেই বাংলাদেশের সঙ্গী ছিল বাজে ব্যাটিং। গতকাল তৃতীয় ও শেষ ওয়ানডেতে এক সাইফ হাসান বাদে আর কেউই দুই অঙ্কের ঘরেও যেতে পারেননি। সাইফের করা ৪৩ রান ছাড়া বাকিদের রানের অঙ্ক দেখলেই ফোন নম্বরের ডিজিট মনে হতে পারে! বাকি ১০ ব্যাটারের রান-
৭, ৩, ৭, ৬, ০, ২, ৪, ৫, ৯ ও ২। ম্যাচ শেষে স্বাভাবিকভাবেই হতাশা লুকাতে পারলেন না বাংলাদেশ অধিনায়ক।
মেহেদী মিরাজ বলেন, ‘আমরা স্বীকার করছি যে এই সিরিজে আমরা ভালো খেলতে পারিনি। আমাদের ভুল হয়েছে অনেক। আমরা রান করতে পারিনি এবং যেসব সুযোগ পেয়েছি সেগুলো কাজে লাগাতে পারিনি। তাদের বোলিং আক্রমণ ভালো ছিল, তবে আমাদের এর চেয়েও ভালো খেলতে হতো এবং দলের সবাই একমত যে আমরা ভালো পারফর্ম করতে পারিনি।’
ব্যাটারদের ব্যর্থতা উল্লেখ করলেও পরের সিরিজেই মনোযোগ দেওয়ার কথা বললেন মিরাজ, ‘আমরা কিছু নির্দিষ্ট দিক নিয়ে চিন্তিত। আপনি যদি রান করতে না পারেন, তাহলে জেতা সম্ভব নয়। ব্যাটিংয়ের শুরু থেকে মাঝের দিক পর্যন্ত সবাইকে দায়িত্ব নিতে হবে। এখন আমাদের নজর দিতে হবে পরের সিরিজের দিকে।’
ওভার ব্যাট করতে পারেনি মিরাজের দল। এর অজুহাত হিসেবে লম্বা সময় পর ওয়ানডে খেলার কথা শোনা গেল বাংলাদেশ অধিনায়কের মুখে, ‘প্রথমত, আপনাকে ৫০ ওভার খেলার সামর্থ্য রাখতে হবে। এই সিরিজে আমরা কোনো ম্যাচেই সেটা করতে পারিনি। আমরা অনেকদিন পর ৫০ ওভারের ক্রিকেট খেলেছি। ছেলেরা এখন চিন্তা করছে কীভাবে প্রতিটি ম্যাচে আরও ভালো করা যায়।’
পিএ/এসএন