ড. মুহাম্মদ ইউনূসের একাধিক বিদেশ সফর নিয়ে মন্তব্য করেছেন সাবেক সংসদ সদস্য ও রাজনৈতিক বিশ্লেষক গোলাম মাওলা রনি। তিনি বলেন, দেশের বর্তমান রাজনৈতিক ও সামাজিক প্রেক্ষাপটে বারবার বিদেশ সফর যথাযথ কিনা, তা নিয়ে জনমনে প্রশ্ন তৈরি হচ্ছে। ড. ইউনূস দায়িত্ব নেওয়ার পর থেকে এখন পর্যন্ত একাধিকবার বিদেশ সফর করেছেন। এ ধরনের সফর প্রয়োজনীয় কি না, তা বিবেচনার দাবি রাখে।
বিশেষ করে দেশে যখন বিভিন্ন রাজনৈতিক আন্দোলন, অর্থনৈতিক সংকট ও সামাজিক চ্যালেঞ্জ চলছে, তখন সরকারের প্রধান উপদেষ্টার ঘনঘন বিদেশে থাকা স্বাভাবিকভাবে নাগরিকদের মধ্যে নানা প্রশ্নের জন্ম দিচ্ছে।
সম্প্রতি নিজের ইউটিউব চ্যানেলে এ প্রসঙ্গে কথা বলেন তিনি। তিনি বলেন, একটা সময় শেখ হাসিনার কড়া সমালোচনার পরও আন্তর্জাতিক অঙ্গনে ড. ইউনূস বেশ সমর্থন পেয়েছেন।
তবে এখন তিনি যেসব বক্তব্য দিচ্ছেন, সেগুলো অনেক সময় জনমনে বিভ্রান্তি তৈরি করছে।
উদাহরণস্বরূপ, সম্প্রতি একটি আন্তর্জাতিক অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা বলেছেন, বাংলাদেশের কোটি কোটি মানুষকে তার সরকার খাওয়াচ্ছে, যা অতীতে রাজনৈতিকভাবে বিতর্কিত ভাষা হিসেবেই বিবেচিত হয়েছে। এই ঠিক সেম ল্যাঙ্গুয়েজ শেখ হাসিনা বলতেন।
তিনি আরো বলেন, ড. ইউনূসের অতিরিক্ত ভ্রমণপ্রবণতা তার কাজের গুরুত্বকে আড়াল করছে। যতবার উনি বিদেশে যাচ্ছেন, ততবারই জনগণ প্রশ্ন করছে; এসব সফরের ফলাফল কী? জাতিসংঘ বা এর অধীনস্থ বিভিন্ন সংস্থার আমন্ত্রণে যোগদান অবশ্যই ইতিবাচক, তবে সেটি যেন দেশের প্রয়োজনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হয়।
পিএ/এসএন