বিরল প্রতিভাবান হওয়ায় ২০০০ সালে ন্যাপকিন পেপারে লিওনেল মেসির সঙ্গে চুক্তি করেছিল বার্সেলোনা। এরপর ‘প্রিয়’ ক্লাবের হয়ে কী করেননি আর্জেন্টিনার অধিনায়ক। নিজের পায়ের জাদুতে বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছেন আটবারের ব্যালন ডি’অর জয়ী।
তেমনি প্রতিভাধর ফুটবলার খুঁজতে এবার নিজের নামে টুর্নামেন্টে আয়োজন করেছেন মেসি। তার প্রডাকশন কম্পানি ৫২৫ রোজারিও পরিচালনা করবে ‘মেসি কাপ’। এই টুর্নামেন্টের উদ্দেশ্য ফুটবলের ভবিষ্যৎ তারকা বের করা।
টুর্নামেন্টের বিষয়ে সামাজিক মাধ্যম ইনস্টাগ্রামে মেসি লিখেছেন, ‘এটি শুধু টুর্নামেন্ট নয়, খেলা, সংস্কৃতি ও অন্যান্য আকর্ষণীয় কার্যক্রমের সঙ্গে আগামী প্রজন্মের ফুটবলের উদযাপন।’ মেসি কাপে মোট ৮ দল অংশ নিবে।
দলগুলোর নামও চূড়ান্ত হয়েছে- ইন্টার মিয়ামি, বার্সেলোনা, রিভার প্লেট, চেলসি, ইন্টার, অ্যাটলেটিকো মাদ্রিদ, নিউওয়েলস ওল্ড বয়েজ, ম্যানচেস্টার সিটি। অনূর্ধ্ব-১৬ দলের টুর্নামেন্টটি আগামী ৯ ডিসেম্বর শুরু হবে। শেষ হবে ১৪ ডিসেম্বর। ৬ দিনের টুর্নামেন্টটির সব ম্যাচ হবে মেসির বর্তমান ক্লাব ইন্টার মায়ামির ঘরের মাঠ চেস স্টেডিয়ামে।
দুই গ্রুপে বিভক্ত হয়ে টুর্নামেন্টে খেলবে দলগুলো। খেলা হবে রাউন্ড-রবিন ফরম্যাটে। মোট ম্যাচ ১৮টি। সরাসরি স্টেডিয়ামে উপস্থিত থাকার বাইরে সারা বিশ্বের ফুটবলপ্রেমীরা ম্যাচগুলো কিভাবে তা এখনো জানায়নি টুর্নামেন্ট কর্তৃপক্ষ।
এসএস/এসএন