হারানো রাজত্ব ফিরে পেলেন আফগানিস্তানের দুই ক্রিকেটার। ওয়ানডের বোলিং র্যাংকিংয়ের শীর্ষে ফিরেছেন রশিদ খান। আর তার সতীর্থ আজমতউল্লাহ ওমরজাই ফিরেছেন অলরাউন্ডার র্যাংকিংয়ে।
রশিদ-ওমরজাইয়ের মতো বিভাগের শীর্ষে উঠতে না পারলেও আফগানিস্তানের হয়ে ব্যাটারদের র্যাংকিংয়ে রেকর্ড গড়েছেন ইব্রাহিম জাদরান।
আফগানদের ওয়ানডে ইতিহাসে সর্বোচ্চ পজিশন তারই। বাংলাদেশকে তিন ম্যাচের সিরিজে ধবলধোলাই করার পথে সিরিজসেরা হয়েছেন তিনি। সিরিজে ২১৩ রান করায় ৮ ধাপ উন্নতি হয়েছে তার। বর্তমানে ২ নম্বরে আছেন তিনি।
শীর্ষে থাকা শুবমান গিলের সঙ্গে জাদরানের রেটিং পয়েন্টের ব্যবধান ২০। ভারতীয় ব্যাটারের ৭৮৪ রেটিং পয়েন্টের বিপরীতে আফগান ব্যাটারের ৭৬৪। ৪২তম অবস্থান নিয়ে বাংলাদেশের মধ্যে শীর্ষে থাকা তাওহিদ হৃদয়ের উন্নতি হয়েছে ৭ ধাপ। অন্যদিকে ৫ ধাপ এগিয়ে ৬৫ নম্বরে আছেন অধিনায়ক মেহেদী হাসান মিরাজ।
বাংলাদেশের বিপক্ষে সিরিজে ১১ উইকেট নিয়ে শীর্ষে ফিরেছেন রশিদ। তাতে পেছনে পড়েছেন কেশব মহারাজ। এর আগে বোলারদের র্যাংকিংয়ে শীর্ষে উঠেছিলেন ২০২৪ সালের নভেম্বরে। তার পাঁচ ধাপ উন্নতি হওয়ায় এক ধাপ করে যথাক্রমে নেমে গেছেন মহারাজ, মহীশ তিকশানা, জফরা আর্চার, কুলদীপ যাদব ও বার্নার্ড স্কলজ।
বাংলাদেশের বিপক্ষে ৭ উইকেটের সঙ্গে ৬০ রান করে অলরাউন্ডার র্যাংকিংয়ের চূড়ায় ফিরেছেন ওমরজাই।
এর আগে এ বছরই ফেব্রুয়ারি থেকে আগস্ট পর্যন্ত শীর্ষে ছিলেন এই পেস-অলরাউন্ডার। তার এক ধাপ উন্নতি হওয়ায় শীর্ষস্থান হারিয়েছেন জিম্বাবুয়ের অলরাউন্ডার সিকান্দার রাজা।
আইকে/টিএ