এনসিপিকে শাপলার 'কলি' দিতে বললেন রাশেদ খান

গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান বলেছেন, ‘এনসিপির মতো দল কিভাবে আসলে এই তিন নম্বর পজিশনটা নিয়ে নেয়। তারা যেহেতু শুরু থেকেই সরকারের কাছে নানাভাবে প্রায়োরিটি পাচ্ছে। এ জন্য এই প্রতীক নিয়েও তারা যা চাচ্ছে, সেটিই দিতে হবে।’

সম্প্রতি এক বেসরকারি টেলিভিশন টক শো অনুষ্ঠানে রাশেদ খান এসব কথা বলেন। রাশেদ খান বলেন, ‘জাতীয় ঐকমত্য কমিশনে সেখানে তিনটি দলকে সব সময় গুরুত্ব দেওয়া হয় এবং এই তিনটি দলের তিনজন করে সদস্যকে বৈঠকে রাখা হয়েছে। এই তিনটি দলের ৯ জনকে সামনে বসাতে হবে। অন্য দলগুলোর সদস্যদের বিভিন্ন জায়গায় বসানো হয়। কখনো এই টেবিলে, কখনো ওই টেবিলে যাতে প্রতিটি দলের একজন করে সামনে থাকে।

অন্যদিকে বিএনপি, জামায়াত ও এনসিপির তিনজন করে সদস্য সব সময় সামনে রাখা হয়েছে।’ তিনি বলেন, ‘জাতিসংঘ সফরে একই অবস্থা দেখা গেছে। প্রথমে বিএনপিকে গুরুত্ব দিয়ে দুজনকে নেওয়া হলো, এরপর এনসিপি এবং জামায়াত দাবি করল যে আমরা যাব না, আমাদের অবমূল্যায়ন করা হয়েছে। তারা বলল, ঐকমত্য কমিশনে যেভাবে আমাদের সম্মান দেওয়া হয়, একই ধরনের সম্মান দিতে হবে।

পরে সরকার বাধ্য হয়ে তাদেরও একজন করে সদস্য যোগ করল। অর্থাৎ বিএনপি, জামায়াত ও এনসিপিকে সমমূল্যায়ন করে জাতিসংঘ সফরে নেওয়া হলো।’ রাশেদ খান আরো বলেন, ‘এনসিপির মতো দল তারা কিভাবে আসলে এই তিন নম্বর পজিশনটা নিয়ে নেয়। যেহেতু শুরু থেকেই তারা সরকারের কাছে নানানভাবে প্রায়োরিটি পাচ্ছে। এ জন্য এই প্রতীক নিয়েও তারা চায় তারা যা চাচ্ছে, সেটি দিতে হবে।

আমি আগেই বলেছি শাপলার কলি দিয়ে হলেও এই বিষয়টা মীমাংসা করা দরকার। আমার কাছে মনে হয়, এনসিপিও এটা মেনে নেবে। মোটামুটি তারা শাপলা চায়, শাপলার কলিও শাপলার মতো দেখতে। এটা তাদের দিয়ে দেওয়া যেতে পারে।’

সেফ এক্সিট প্রসঙ্গে রাশেদ খান বলেন, “নির্বাচন কমিশনের প্রতি মানুষের আস্থা কিভাবে থাকবে, যেখানে সরকারের ওপরই অনাস্থা সৃষ্টি করা হচ্ছে। এই উপদেষ্টাদের নিয়োগকারীদের আমরা সবাই চিনি। সেই সময়কার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ছয়জন লিয়াজোঁ কমিটির সদস্যই এক ধরনের সংহতি দেখিয়ে এই উপদেষ্টাদের নিয়োগ দিয়েছিলেন। সেই লিয়াজোঁ কমিটি গঠন করেছিলেন সাবেক উপদেষ্টা নাহিদ ইসলাম, যিনি বর্তমানে এনসিপির আহ্বায়ক।

হঠাৎ তিনি বললেন, সরকারের উপদেষ্টারা ‘সেফ এক্সিট’ চান। কিন্তু প্রশ্ন হলো কোন উপদেষ্টা? দুজন ছাত্র উপদেষ্টা বাদে বাকিরা কী চান? নাকি এই দুজন ছাত্র উপদেষ্টাও এতে অন্তর্ভুক্ত? আমরা এখনো নিশ্চিত নই। বিষয়টি স্পষ্ট করা প্রয়োজন। এর প্রেক্ষিতে সিনিয়র বা বয়স্ক উপদেষ্টারা বলছেন, নাহিদ ইসলামকে বিষয়টি পরিষ্কার করতে হবে। তারা জানান, আমরা কোনো অপরাধ করিনি, যা আমাদের ‘সেফ এক্সিট’ নিতে বাধ্য করবে।”

তিনি বলেন, “একটি অনুষ্ঠানে সরকারের কয়েকজন গুরুত্বপূর্ণ উপদেষ্টা উপস্থিত ছিলেন। আমি মজা করে তাদের বলছিলাম, ‘আপনারা কি লাগেজ-ব্যাগেজ গুছিয়ে নিয়েছেন, আপনাদের তো ‘সেফ এক্সিট’ দরকার।’ সেই অনুষ্ঠানে নাহিদ ইসলামও ছিলেন। আমাকে সরকারের গুরুত্বপূর্ণ সেই ব্যক্তিরা বলছিলেন, এমনকি উপদেষ্টারা বলছিলেন, ‘আমার কাছে মনে হয়, যারা এই কথা বলছে, তাদেরই আগে ‘সেফ এক্সিট’ দরকার।”

তিনি আরো বলেন, ‘আমার কাছে যতটুকু তথ্য আছে, তা অনুযায়ী সিনিয়র উপদেষ্টারা দুর্নীতি করেননি এবং তাদের বিরুদ্ধে কোনো অভিযোগ গণমাধ্যমে প্রকাশিত হয়নি। তবে ছাত্র উপদেষ্টাদের বিষয়ে নানা ধরনের অভিযোগ রয়েছে, এমনকি নাহিদ ইসলামের ক্ষেত্রেও কিছু অভিযোগ রয়েছে। ছাত্র উপদেষ্টাদের সেফ এক্সিট দরকার হতে পারে।’

এসএস/টিএ

Share this news on:

সর্বশেষ

img
৬ লাশ পোড়ানোর মামলায় চলছে ১৬তম সাক্ষীর জবানবন্দি Oct 16, 2025
img
আলোচিত শিক্ষার্থী আনিসা ২ বিষয়ে ফেল Oct 16, 2025
img
জুয়ার বিজ্ঞাপন বন্ধ করেছে ইএসপিএন ক্রিকইনফো : ফয়েজ আহমদ তৈয়্যব Oct 16, 2025
img
ফলাফলে এগিয়ে মেয়েরা, ছেলেদের প্রায় অর্ধেক ফেল Oct 16, 2025
img
সিলেট শিক্ষাবোর্ডে পাসের হার মাত্র ৫১.৮৬ শতাংশ Oct 16, 2025
img
কুমিল্লা বোর্ডের ৯ শিক্ষাপ্রতিষ্ঠানে পাস করেনি একজনও Oct 16, 2025
img
এইচএসসি পরীক্ষায় ১১ বোর্ডে অনুপস্থিত ৩১,৪৬৯ শিক্ষার্থী Oct 16, 2025
img

নাহিদ ইসলাম

জুলাই সনদের আইনিভিত্তি নিশ্চিত না হলে অনুষ্ঠানে অংশীদার হবো না Oct 16, 2025
img
এইচএসসি ২০২৫: জিপিএ-৫ শীর্ষে ঢাকা বোর্ড, সর্বনিম্ন সিলেটে Oct 16, 2025
img
শতভাগ পাসের লোভে ছাত্র বাদ দেওয়া অনৈতিক : ঢাকা বোর্ড চেয়ারম্যান Oct 16, 2025
img
ফিলিস্তিনে আন্তর্জাতিক বাহিনী পাঠানোর পরিকল্পনা যুক্তরাষ্ট্রের Oct 16, 2025
img
এইচএসসি ও সমমান পরীক্ষায় ৫ লাখের বেশি ফেল Oct 16, 2025
img
চ্যাটজিপিটি প্রাপ্তবয়স্কদের জন্য যুক্ত করল কনটেন্ট তৈরির নতুন সুবিধা Oct 16, 2025
img
‘মাঝে মাঝে ওজন বাড়ে-কমে’ Oct 16, 2025
img
ওবায়দুল কাদেরের ছোট ভাইসহ ৯ নেতাকর্মী গ্রেফতার Oct 16, 2025
img
ভেনেজুয়েলায় গোপন অভিযান চালাতে সিআইএকে অনুমোদন ট্রাম্পের Oct 16, 2025
img
বন্ধ থাকার ১ ঘণ্টা পর সচল ইউটিউব Oct 16, 2025
img
টি-টোয়েন্টি বিশ্বকাপে উঠল আরও দুই দল, বাংলাদেশসহ বাকিরা কারা Oct 16, 2025
img
অন্তঃসত্ত্বা হওয়ার গুঞ্জন নিয়ে সোনাক্ষীর প্রতিক্রিয়া Oct 16, 2025
img
কুমিল্লা শিক্ষাবোর্ডে পাসের হার ৪৮ দশমিক ৮৬ Oct 16, 2025