শ্রীলঙ্কায় ভ্রমণের ক্ষেত্রে পর্যটকদের জন্য নতুন নিয়ম চালু করেছে দেশটির সরকার। এখন থেকে দেশটিতে প্রবেশের জন্য আগে থেকেই 'ইলেকট্রনিক ট্রাভেল অথোরাইজেশন' বা ইটিএ সংগ্রহ করা বাধ্যতামূলক করা হয়েছে। নতুন এই নিয়মটি আজ, ১৫ই অক্টোবর থেকে কার্যকর হয়েছে। এর আগে বাংলাদেশি নাগরিকসহ অনেক দেশের পর্যটকরা শ্রীলঙ্কার বিমানবন্দরে নেমে 'অন-অ্যারাইভাল' ভিসার সুবিধা পেতেন।
ঢাকায় অবস্থিত শ্রীলঙ্কার হাইকমিশন দেশটির ইমিগ্রেশন ও এমিগ্রেশন বিভাগের পক্ষ থেকে এই তথ্য নিশ্চিত করেছে। নতুন পদ্ধতি অনুসারে, পর্যটকদের শ্রীলঙ্কা ভ্রমণের আগেই ডিজিটাল অনুমতি বা ইটিএ সংগ্রহ করতে হবে। এর জন্য শ্রীলঙ্কা সরকারের নির্ধারিত ওয়েবসাইট (eta.gov.lk/slvisa) থেকে আবেদন করা যাবে। এছাড়া, ঢাকায় গুলশান-২ এ অবস্থিত শ্রীলঙ্কার হাইকমিশনের মাধ্যমেও ভিসার জন্য আবেদন জমা দেওয়া যাবে।
দ্বীপরাষ্ট্র শ্রীলঙ্কা বাংলাদেশি পর্যটকদের কাছে একটি জনপ্রিয় গন্তব্য। দেশটির পর্যটন উন্নয়ন কর্তৃপক্ষের তথ্যমতে, গত বছর প্রায় ৪০ হাজার বাংলাদেশি শ্রীলঙ্কা ভ্রমণ করেছেন। চলতি বছরের প্রথম নয় মাসেই সেই সংখ্যা ৪৫ হাজার ছাড়িয়েছে, যা পর্যটকদের আগ্রহের প্রমাণ দেয়।
সাধারণত, প্রাথমিকভাবে ৩০ দিনের জন্য ডাবল এন্ট্রি সুবিধাসহ ইটিএ ভিসা দেওয়া হয়, যার জন্য ফি নির্ধারণ করা হয়েছে ২০ মার্কিন ডলার বা প্রায় আড়াই হাজার টাকা। তবে ১২ বছরের কম বয়সী শিশুদের জন্য কোনো ভিসা ফি লাগবে না।
ঢাকা থেকে কলম্বোর ফ্লাইট সময় সাধারণত তিন থেকে চার ঘণ্টা। শ্রীলঙ্কান এয়ারলাইনস, ফিট এয়ার, ইন্ডিগো, এয়ার ইন্ডিয়াসহ বেশ কয়েকটি বিমান সংস্থা ঢাকা-কলম্বো রুটে নিয়মিত ফ্লাইট পরিচালনা করে আসছে।
এবি/টিকে