চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সোহরাওয়ার্দী হল সংসদের ভোট পুনরায় গণনার দাবিতে বিক্ষোভ করছেন ছাত্রদল। তারা কারচুপির অভিযোগ এনে বুধবার (১৫ অক্টোবর) দিবাগত রাত ১টার দিকে বিক্ষোভ শুরু করেন।
জানা গেছে, সোহরাওয়ার্দী হল সংসদের ছাত্রদলের জমাদিউল আউয়াল (সুজাত) ১ হাজার ২০৩ ভোট পেয়েছে। তার থেকে শিবির সমর্থিত প্যানেলের মো. নিয়ামত উল্লাহ ৩ ভোটে এগিয়ে থেকে জয় লাভ করে।
তবে সুজাতের দাবি ভোট কারচুপি হয়েছে। তিনি আরো ৩০-৪০টা ভোট বেশি পাওয়ার কথা। সেজন্য ভোট চ্যালেঞ্জ করেছেন। এ নিয়ে ছাত্রদলের নেতাকর্মীরা বিশ্ববিদ্যালয়ের আইটি ভবনের সামনে অবস্থা নিয়েছে। একই সঙ্গে উপ-উপাচার্য কামাল উদ্দিনসহ নির্বাচনের দায়িত্বরত কর্মকর্তারা ভেতরে অবরুদ্ধ হয়ে পড়েছেন।
এবি/টিকে