৩ ঘণ্টার লাইভ পারফরম্যান্সে ভক্তদের মুগ্ধ করবে ‘সোনার বাংলা সার্কাস’

অন্যতম জনপ্রিয় ব্যান্ডদল ‘সোনার বাংলা সার্কাস’ আসছে তাদের একক সিরিজ কনসার্টের শেষ পর্ব নিয়ে। আগামী ১৭ অক্টোবর ঢাকার দ্য রাশিয়ান হাউজে (সাবেক রাশিয়ান কালচারাল সেন্টার- আরসিসি) ‘বিদায় হায়েনা এক্সপ্রেস’ শিরোনামে এই কনসার্টের আয়োজন করা হচ্ছে। ২০২০ সালে প্রকাশিত তাদের জনপ্রিয় অ্যালবাম ‘হায়েনা এক্সপ্রেস’-এর সিরিজ একক কনসার্টের সমাপ্তি ঘটবে এই লাইভ পারফরম্যান্সের মধ্য দিয়ে।

ব্যান্ড সূত্রে জানা যায়, দ্রুতই শ্রোতাদের হাতে পৌঁছাবে তাদের নতুন অ্যালবাম ‘মহাশ্মশান’। এরপর নতুন এই অ্যালবামের গানগুলো নিয়ে সারাদেশে একক কনসার্টের আয়োজন করবে দলটি।

ব্যান্ডের ভোকাল, গিটারিস্ট ও লিরিসিস্ট প্রবর রিপন জানান, একটি ব্যান্ডকে ভালোমতো জানার সেরা উপায় হলো তাদের অ্যালবাম ও একক কনসার্ট। তিনি বলেন, ‘সাধারণত আমাদের দেশে যে ধরনের লাইন-আপ কনসার্ট হয়, সেখানে সময়ের স্বল্পতা থাকে। ফলে যারা ব্যান্ডকে ভালোবাসেন, তারা অতৃপ্ত থেকে যান। এই কারণেই আমাদের নিজস্ব উদ্যোগে এই একক কনসার্ট। এতে ব্যান্ড ধীরস্থিরভাবে দীর্ঘ সময় নিয়ে সব গান দর্শক-শ্রোতার সামনে উপস্থাপন করতে পারে।’

প্রবর আরও জানান, ‘হায়েনা এক্সপ্রেস এক্সপেরিয়েন্স’ একক কনসার্টটি এর আগে গত চার বছরে ঢাকায় তিনবারসহ খুলনা বাদে দেশের সব বিভাগীয় শহরে আয়োজিত হয়েছে। খুলনায় উপযুক্ত ভেন্যু না পাওয়ায় সেখানে কনসার্ট করা সম্ভব হয়নি।

‘বিদায় হায়েনা এক্সপ্রেস’ কনসার্টটি যে শুধু গানের মঞ্চ হবে, তা নয়। বরং এটি হতে যাচ্ছে একটি পূর্ণাঙ্গ ‘কন্সেপ্টচ্যুয়াল কনসার্ট’। মোট ৩ ঘণ্টার এই আয়োজনে গান ছাড়াও থাকছে ভিন্ন চমক। কবিতা, জোকারদের পারফর্মিং আর্টসহ আরও অনেক কিছু দিয়ে সাজানো হয়েছে মঞ্চ। পারফরম্যান্স থেকে শুরু করে লাইট ডিজাইন কিংবা ভিডিও প্রজেকশন সব কিছুতেই থাকবে অভিনবত্ব।

ব্যান্ডের পক্ষ থেকে জানানো হয়েছে, ইতোমধ্যে কনসার্টের সব টিকেট বিক্রি হয়ে গেছে। ‘হায়েনা এক্সপ্রেস’-এর সব গান ছাড়াও নতুন অ্যালবাম ‘মহাশ্মশান’-এর কয়েকটি গানও এই কনসার্টে পরিবেশন করার পরিকল্পনা রয়েছে ব্যান্ডটির। এই মুহূর্তে তারা প্র্যাকটিস প্যাডে ব্যস্ত সময় পার করছেন।

উল্লেখ্য, ২০২০ সালের ২৯ ফেব্রুয়ারিতে মুক্তি পায় ‘সোনার বাংলা সার্কাস’-এর প্রথম অ্যালবাম ‘হায়েনা এক্সপ্রেস’। ‘এপিটাফ’, ‘অন্ধ দেয়াল’, ‘মৃত্যু উৎপাদন কারখানা’–এর মতো গানের মাধ্যমে তরুণদের মধ্যে দ্রুত জনপ্রিয়তা লাভ করে ব্যান্ডটি। ইতোমধ্যেই তারা দেশ-বিদেশের দুই শতাধিক কনসার্টে পারফর্ম করেছে।



আইকে/এসএন

Share this news on:

সর্বশেষ

img
‘অসুস্থ প্রতিযোগিতা থেকে বেড়িয়ে আসার কারণে পাসের হার কমেছে’ Oct 16, 2025
img
শেখ হাসিনা-আসাদুজ্জামান খান কামালের মৃত্যুদণ্ডের আবেদন Oct 16, 2025
img
সেরা অভিনেতার স্বীকৃতি পেলেন জনপ্রিয় অভিনেতা শামীম জামান Oct 16, 2025
img

শহীদ মিনারে হাজার হাজার শিক্ষক

‘মার্চ টু যমুনা’র প্রস্তুতি নিচ্ছেন শিক্ষক-কর্মচারীরা Oct 16, 2025
img
এইচএসসি পরীক্ষায় ভূগোল বিষয়ে অনুত্তীর্ণ মারুফা Oct 16, 2025
img
হাবিবুরসহ পাঁচজনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে সূচনা বক্তব্য ২৩ অক্টোবর Oct 16, 2025
img
এবারের এইচএসসির ফলাফল সবাইকে বিস্মিত করেছে: শিক্ষা উপদেষ্টা Oct 16, 2025
img
চট্টগ্রামে শতভাগ পাস করেছে ৮ কলেজের শিক্ষার্থীরা Oct 16, 2025
img
ক্রমশ এক জটিল পরিস্থিতির দিকে দেশ যাচ্ছে : জিল্লুর রহমান Oct 16, 2025
img
শিক্ষকদের দাবি দাওয়া নিয়ে সরকার কাজ করছে : শিক্ষা উপদেষ্টা Oct 16, 2025
img
বাংলাদেশকে নিয়ে হোমওয়ার্ক সেরে মাঠে অস্ট্রেলিয়া নারী দল Oct 16, 2025
img
এবার জিপিএ-৫ কমেছে ৭৬ হাজার ৮১৪ Oct 16, 2025
img
কমে যাচ্ছে শতভাগ পাস করা শিক্ষাপ্রতিষ্ঠানের সংখ্যা Oct 16, 2025
img
শেখ হাসিনা-রেহানা-টিউলিপের বিরুদ্ধে সাক্ষ্য দিচ্ছেন সিটি করপোরেশনের ৭ কর্মকর্তা Oct 16, 2025
img
জুলাই সনদ স্বাক্ষরের আগে তিন দাবি এনসিপির Oct 16, 2025
img
মক্কায় নতুন প্রকল্পে একসঙ্গে নামাজ পড়তে পারবেন ৯ লাখ মুসল্লি Oct 16, 2025
img
'৮টি যুদ্ধ থামিয়েছি, কিন্তু নোবেল পাইনি', ট্রাম্পের আক্ষেপ Oct 16, 2025
img

ঢাকা বোর্ড চেয়ারম্যান

আমরা ফল বানাইনি, বাস্তব চিত্রটাই এবার সামনে এসেছে Oct 16, 2025
img
৬ লাশ পোড়ানোর মামলায় চলছে ১৬তম সাক্ষীর জবানবন্দি Oct 16, 2025
img
আলোচিত শিক্ষার্থী আনিসা ২ বিষয়ে ফেল Oct 16, 2025