জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আগামীকাল শুক্রবার (১৭ অক্টোবর) অনুষ্ঠিত হবে ঐতিহাসিক জুলাই সনদ ২০২৫–এর স্বাক্ষর অনুষ্ঠান। অনুষ্ঠান ঘিরে নেওয়া হয়েছে সর্বোচ্চ নিরাপত্তাব্যবস্থা।
আগামীকাল সনদ স্বাক্ষর অনুষ্ঠান ঘিরে ওই সময়ে সংসদ ভবন এলাকা ও আশপাশে ড্রোন ওড়ানো সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। নির্দেশনাটি সবার জন্য প্রযোজ্য এবং সংশ্লিষ্ট সকলকে তা মেনে চলার আহ্বান জানানো হয়েছে।
এ অনুষ্ঠানকে ঘিরে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর একটি ‘অতি জরুরি’ বৈঠক অনুষ্ঠিত হয়েছে বুধবার রাতে। বৈঠকে উপস্থিত ছিলেন দেশের প্রধান প্রধান রাজনৈতিক দলের শীর্ষ নেতারা। বৈঠকে কমিশনের প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূস দলগুলোর প্রতি আহ্বান জানিয়ে বলেন, “আপনারা যেমন সবাই মিলে সনদ তৈরি করেছেন, আমাদের সরকারের দায়িত্ব হলো সবাই মিলে উৎসবমুখর নির্বাচনটা করে দেওয়া। তাহলেই আমাদের কাজ পরিণত হলো।”
১৭ অক্টোবরের অনুষ্ঠানে সবাইকে অংশগ্রহণের আমন্ত্রণ জানিয়ে অধ্যাপক ইউনূস বলেন, “আমরা উৎসবমুখরভাবে সেখানে যাব এবং এই দলিলে সই করব এবং উৎসব করব। সবাই, সারা জাতি এটায় শরিক হবে। আপনারা তাদের সামনের সারির মানুষ, যারা প্রকৃত সই করছেন। সারা দেশের মানুষ চিন্তার মধ্যে, তাদের ভাবনার মধ্যে আপনাদের সঙ্গে সই করছে… জাতির জন্য এটা স্মরণীয় হয়ে থাকবে।”
উল্লেখ্য, জুলাই সনদ ২০২৫–কে ঘিরে এরই মধ্যে দেশজুড়ে আলোচনার ঝড় বইছে। এই সনদকে কেন্দ্র করে একটি সুষ্ঠু ও সর্বজনগ্রাহ্য নির্বাচনের পথ তৈরি হবে বলে প্রত্যাশা করছেন বিশ্লেষকরা।
এসএন