ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী তমা মির্জার মা গুরুতর অসুস্থ হয়ে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি রয়েছেন। বর্তমানে তাকে সিসিইউতে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।
আজ বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকালে তমা মির্জা তার সামাজিক যোগাযোগ মাধ্যমে মায়ের অসুস্থতার খবর জানান। হাসপাতালের একটি ছবি পোস্ট করে তমা মির্জা লেখেন, ‘আম্মু হাসপাতালে ভর্তি। অনুগ্রহ করে সবাই দোয়া করবেন।’
এই অভিনেত্রীর এই পোস্টের পর থেকেই ভক্ত, সহকর্মী ও শুভানুধ্যায়ীরা মন্তব্যের ঘরে দোয়া ও শুভকামনায় ভরিয়ে দেন। অনেকে মায়ের অসুস্থতার কারণ জানতে চাইলেও তমা সে বিষয়ে কোনো মন্তব্য করেননি।
চলচ্চিত্রে নিয়মিত না থাকলেও তমা মির্জা সাম্প্রতিক ওয়েব ও বড়পর্দা-দুই মাধ্যমেই কাজ করছেন।
সর্বশেষ তাকে দেখা যায়, শিহাব শাহীন পরিচালিত ‘দাগি’ সিনেমায়। এতে তার বিপরীতে অভিনয় করেছেন আফরান নিশো। চলচ্চিত্রটিতে আরো অভিনয় করেন সুনেরাহ বিনতে কামাল, শহীদুজ্জামান সেলিম, গাজী রাকায়েত, মিলি বাশার ও রাশেদ মামুন অপু।