রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ, হল সংসদ ও সিনেটে ছাত্র প্রতিনিধি নির্বাচনের ভোট গণনা শুরু হয়েছে।
আজ বৃহস্পতিবার (১৬ অক্টোবর) রাত সাড়ে ৮টায় বিশ্ববিদ্যালয়ের কাজী নজরুল ইসলাম মিলনায়তনে ভোট গণনা কার্যক্রম শুরু হয়।
প্রথমে গণনা করা হচ্ছে মন্নুজান হলের ব্যালট দিয়ে। এর আগে পৌনে ৮টায় হলটির পোলিং কর্মকর্তা ও এজেন্টদের সামনে ব্যালট বাক্স খোলা হয়।
এ বিষয়ে নির্বাচন কমিশনার অধ্যাপক মোস্তফা কামাল আকন্দ বলেন, ‘আমরা আনুষ্ঠানিকভাবে রাকসুর ভোট গণনা শুরু করেছি। প্রথমে আমরা মন্নুজান হলের ভোট গণনা করা হবে। ধারাবাহিকভাবে আমাদের একটি হলের পরে আরেকটি হলের ফল গণনা করা হবে।’
সরেজমিনে দেখা যায়, মিলনায়তনের মঞ্চে ছয়টি ব্যালটের জন্য আলাদা আলাদা ছয়টি ওএমআর মেশিন বসানো হয়েছে।
মঞ্চের সামনে সাজানো হয়েছে বিভিন্ন হলের ভোট বাক্স। এক একটি হলের ব্যালট বাক্স খোলা হচ্ছে সংশ্লিষ্ট হলের প্রিজাইডিং কর্মকর্তা, রিটার্নিং কর্মকর্তা, পোলিং কর্মকর্তা ও এজেন্টদের সামনে। এই পুরো প্রক্রিয়াটি মিলনায়তনে সামনে বড় পর্দায় দেখানো হচ্ছে। সেখানে দাঁড়িয়ে ভোট গণনা পর্যবেক্ষণ করছেন শিক্ষার্থীরা।
এ ছাড়া মিলনায়তনের আসনে বসে পর্যবেক্ষণ করছেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ, অনুমতিপ্রাপ্ত ব্যক্তিবর্গ ও গণমাধ্যমকর্মীরা।
রাকসু নির্বাচনে মোট ২৮ হাজার ৯০১ একজন ভোটার রয়েছেন। এর মধ্যে ৬৯ দশমিক ৮৩ শতাংশ ভোট দিয়েছে। বিকেল ৪টায় ভোট গ্রহণ শেষ হলে বিকেল পৌনে ৫টার ভেতর মিলনায়তনে ব্যালট বাক্স নিয়ে আসা হয়।
টিজে/এসএন